আমাদের কথা খুঁজে নিন

   

রোহিঙ্গা রক্ষা নৈতিক দায়িত্ব হলে ব্রাক্ষণবাড়িয়ার ওই ঘরছাড়া মানুষগুলু বাচানো জৈবিক দায়িত্ব: ব্লগারদের উপর মানবিক দায়িত্ব।

আল্লাহু আকবর , যেই ভাবে ইসলামের নামে মুসলমান রোহিঙ্গা রক্ষার্থে আমরা ব্লগাররা ঝর তুল্লাম এবং এখনো চালিয়ে যাচ্ছি তাতে অবশ্যই স্পষ্ঠ যে আমরা আমাদের পবিত্র দায়িত্ব পালনে যথেষ্ঠ সচেতন যা খুবই ন্যায়সঙ্গত কাজ । কিন্তু কথা হলো এই কাজটি হতে হবে সবসময় এবং সবক্ষেত্রে সমান। আমরা বাঙালি মুসলিম রোহিঙ্গাদের জীবন বাচাতে এগিয়ে গেলাম কিন্তু সেভাবে ব্লগার ভাইদের সরব ভূমিকা পাচ্ছিনা ব্রাক্ষণবাড়িয়ার বালচারামপুর সহ বিভিন্ন গ্রামের মুসলিম জনগোষ্ঠির উপর যেই এক শ্রেনীর ডাকাতদের যে অমানবিক অত্যাচার হচ্ছে যার কারণে তারা তাদের গ্রাম ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিয়েছে এবং নিচ্ছে । ব্রাক্ষণবাড়িয়ার বালছা রামপুর এবং এর আসে পাশের প্রায় অনেকগুলি গ্রামের মানুষেরা এখন তাদের যান-মাল এবং সম্ভ্রম নিয়ে এমনটাই অনিরাপত্তায় ভুগছে যে তারা তাদের মেয়ে ,ছেলে ও মূল্যবান জিনিসপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছে অন্যকোন অত্তিয়ের বাসায় যাদের বাড়ি গ্রাম থেকে দুরে। .অবস্থা কতোটা খারাপ চিন্তা করুন যে গ্রামের যুবক ,ছাত্র এবং প্রাপ্ত বয়স্করা রাতের বেলায় পাহারা দেয়ার জন্য বিশেষ বাহিনী বানিয়েছে এবং পাহারা দিচ্ছে সারা রাত দা ,বটি, লাঠি নিয়ে ।

রোহিঙ্গা উপর যেমন স্টাইলে আক্রমন করছে আরাকানিয়ানরা ঠিক তেমনি আক্রমন করছে ওই ডাকাত দলের সদস্যরা । রাতের আধারে তারা আক্রমন করছে সাধারণ গ্রামবাসীর উপর এবং তাদের মালামাল লুট করে নিয়ে যাচ্ছে,মারতেছে নিরপরাধ গ্রামবাসীকে এবং ওই শয়তানবেসি ডাকাতরা এখন ঘরের মা ,বোন ,বউ ,মেয়েদের কেও ছারছে না ধরে ধরে নিয়ে যাচ্ছে বা স্রম্ভমহানি করছে । এই যখন অবস্থা তখন ওই এলাকার প্রশাসন রয়েছে নিশ্চুপ এবং জিজ্ঞাস করা হলে দায়িত্বপ্রাপ্ত অফিসার বলেন দুই একটি ঘটনা ঘটেছে কিন্তু এখন আর হচ্চে না এখন শুধুই রিউমার । এখন কথা হলো আসুন না এরা আমাদের দেশের মানুষ ,মুসলমান ,এদের রক্ত ঝরছে ,এরাও আজ বাড়ি হারা -বাড়ি ছাড়া এদের জন্য এগিয়ে আসা আমাদের উপর আরো বড় ফরজ । যদি আমরা রোহিঙ্গা সরনার্থীদের বাচাতে ১০০০ থেকে ২০০০ পোস্ট দিতে পারি গত এক সপ্তাহে তাহলে অন্তত ১০০০০ পোস্ট হওয়া উচিত এই বিষয়ে যে কেন আমাদের দেশে আমাদের গ্রামবাসী সরনার্থী হবে ।

বিশেষ সহানুভূতির জায়গাগুলি রোহিঙ্গাদের মত সেগুলু হলো : মুসলমান,বাঙালি, রক্তাক্ত গ্রামবাসী এবং যেটি আরেকটু গুরত্বপূর্ণ সেটি হলো বাংলাদেশী । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.