আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরহীন জিজ্ঞাসা

প্রিয় আমার কথা পড়বে কি গো মনে? মত্ত রবে যখন তুমি এত্ত আয়োজনে। যখন তোমার ফাগুন বনে ফুটবে ফুলের কলি বসন্তে ভরবে তোমার মনের অলি-গলি, তারার মেলা বসবে তোমার মনের আসমানে সেদিন কি আর প্রিয় আমার, পড়বে আমায় মনে? যখন তোমার ফুলের মুকুল জুড়ে বসবে প্রজাপতির মেলা- হর্ষে রবে ভরে তোমার সুখের সারাবেলা। যেদিন তোমার বুকের গহীন দরিয়ার পাড় জোয়ার এসে ভাসিয়ে দেবে নিত্য বারে বার, চাঁদ যাবে গো সরে তোমার রুপের বানে সেই সুসময়, একবার কি হায়, করবে আমায় মনে? যেদিন তোমার জীবন জুড়ে রবে পূর্ণতার স্বাদ- তোমার হাতে ধরা দেবে পূর্ণ তিথির চাঁদ! যখন আলোয় আলোয় হবে মাগন তোমার ভুবনখানি তোমার দ্বারে থামবে এস অসীমের হাতছানি। শত পূজারী থামবে যেদিন তোমার বেদীপানে সেই শুভক্ষণে বন্ধু আমায় পড়বে কিগো মনে? ০৬.১২.২০১১ইং,ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।