আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরহীন প্রশ্ন



আস্তিক কিংবা নাস্তিক - দুটো শব্দই আমার কাছে খুব অস্পষ্ট । প্রচলিত ধারা অনুযায়ী একে ঠিক সজ্ঞায়িত করতে পারি না । একটি শিশুর জন্ম কি তাকে কোন ধর্ম বা গোত্রের অন্তর্ভূক্ত করে নিতে পারে ? কিছুতেই মিলাতে পারি না এই সমীকরণ..... যে পরিবারের মাঝে আমাদের বেড়ে ওঠা , তার প্রভাবটাই বেশী কাজ করে এ ক্ষেত্রে । এই গন্ডী পার করে নিজের সত্তা প্রতিষ্ঠিত করা কতটা যে কষ্টকর , কতটা যে দূরহ.....। সবসময় ছায়ার মত অনুসরণ করে সংস্কারগুলো......, সমস্ত চিন্তাভাবনা এক নির্দিষ্ট পরিসরে আটকে রেখে কিভাবে সম্ভব এগিয়ে চলা । জন্ম থেকেই যখন শিশুর ভবিষ্যত স্থির করে দেয়া হয় ,তখন তার ব্যক্তি স্বাধীনতা কোথায়......???? প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তর অজানাই........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।