আমাদের কথা খুঁজে নিন

   

কিছু উত্তরহীন প্রশ্নের প্রশ্নহীন উত্তর



প্রতিটি সত্যের পরিমাপের জন্য মিথ্যার প্রয়োজন হয়,তাই সত্য মিথ্যার প্রতিষ্ঠাতা আপনিতেই মিথ্যাকে ধংস করে দিলে অনিবার্য মৃত্যু গ্রাস করবে সত্যকেও। আনাড়ি মিথ্যা যখন সত্যের দলিল হয়ে আসে সত্য তখন মিটমিটি হাসে এবং যারা মিথ্যার পুলকিত আগুনে ফু দেয় তাদের প্রতি তার একরাশ করুণা হয়। কিন্তু আমরা কখনো সত্যকে হারাতে চাইনা বলেই জেগে থাকার জন্য কিছুটা ঘুমের অনুভব করি। অন্ধত্ব আছে বলেই দৃষ্টিমানেরা মূল্যহীন হয়ে পড়েনা। অথবা নির্বীর্যরা ধুলোর সাথে মিশে গেলে বীর্যশীলদের সৃষ্টিশীল ক্ষমতা হয় অর্থহীন ।

স্বাধীনতার প্রকৃত মূল্য তারাই দিতে জানে যারা পরাধীন। এখানে ব্যতিক্রম ক্ষমতাবানের পরিচয় ষ্পষ্ট করে কখনো অক্ষমতার উদাহরণ হয়না। যারা এমনটি ভাবে তারা লড়াই করে জয়ী হতে ভাবতে শিখেনি, তাই জয়ের ইচ্ছা নিয়েই আজীবন পরাজিত থেকে যায়। অর্থহীন সকল কাজ পরিচালিত হয় আবেগের তাড়নায় প্রজাপ্রতির ডানায় উড়ে, আর একগোষ্ঠি মানবের জন্য বাস্তবতাই বড় অবদান। তাই জীবন বিধান রচনায় আবেগ নয় বাস্তবতাই হবে তার প্রকৃত উপাদান।

তোমরা নিশ্চয় জান রাতের সাথে দিনের সম্পর্ক কি? যে যেভাবে ভাবতে শিখেছ অথবা ভাব, উন্নতি করেছ ভাবনার। আমি ভাবি পৈচাশিক উল্লাসে মেতে থাকা কিছু জড় অথবা প্রাণের বোঝা টানতে টানতে যখন ক্লান্ত হয় আমাদের সূর্য তখন আর পারছিনা বলে রাত্রিকে স্বাগত জানায় দিন। এখানে আলোর প্রয়োজনেই অন্ধকারের সৃষ্টি। অথচ নির্লিপ্ত লোভি বস্তুবাদ আমাদের ভাবতে শেখায় মিথ্যা রাত্রির কাছে পরাজয় হয়েছে সত্য দিনের। আমি তাদেরকে বলি-শেষ না হওয়া আরো কিছু সময়ের লোভ কোন দিন শেষ হয় না।

আবার যখন পূব আকাশে আলোকচ্ছটা নিয়ে সত্য দিনের আগমন ঘটে , ভোগবাদি লোভিরা মাথায় হাত দিয়ে বলে আমাদের ফিরিয়ে দাও গত হওয়া সেই সন্ধ্যা আমরা আমাদের দর্শন পরিবর্তন করার সুযোগ চাই। একইসাথে তাদের মাথায় ঘুরপাক খয় একটিমাত্র শেষ দর্শন, তারা বুঝতে শুরু করে এই ফিরিয়ে দেয়া! তা আর কোন দিন সম্ভব নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।