হায় আল্লাহ্ …… এইটা কি হ্ইল…..!!!!!!!!!!!কয়দিন ধইরাই ভাবতেছিলাম রাস্তার এমুন অবস্থা আর বাস ভাড়াও যেমুন বাড়ছে অহন থেইকা ট্রেনেই বাড়ি যামু।তয় অভাগা যেদিক পানে চায় পৃথিবীর সব পানি নাকি শুকায়া যায়।নইলে এমুন ক্যান হইব???আমি ট্রেনে যাবার চিন্তা করার সাথে সাথে আবুল মামারও ক্যান ট্রেনে যাইতে হইব???আবুল মামা তো আতোদিন রাস্তা দিয়াই যাইত।আর রাস্তা দিয়া যাইতে যাইতে উনি রাস্তার যে কি অবস্থা করছে তা তো সবাই জানে।তা রাস্তার বারোটা বাজায়া উনার খায়েশ মেটে নাই।অহন আসছে ট্রেনের………রাস্তা ভাঙ্গা থাকলে তাও কোনমতে রাস্তা দিয়া যাওয়া যায়।কিন্তু শুনছি লাইন ভাঙ্গা থাকলে নাকি ট্রেন উল্টায়া যায়।আবুল মামা কি সব উল্টাইবো……????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।