আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ এখন অনেকটা পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে

“ব্লগ এখন অনেকটা পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে” বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার গণবভনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে জনমত প্রকাশের ক্ষেত্রে সম্পাদকীয় নীতি প্রয়োগের আহবানও জানান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। গণমাধ্যমে অনলাইনে ব্লগ প্রচলনের প্রশংসা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে তাতে ব্যক্তির বিরুদ্ধে অশালীন ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য দেওয়া হয় মন্তব্য করে সেগুলো মডারেশন না করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, “শেখ হাসিনা (প্রধানমন্ত্রী), খালেদা জিয়া (বিরোধীদলীয় নেত্রী), আমি (আওয়ামী লীগ সাধারণ সম্পাদক), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব)সহ অনককে নিয়ে ব্লগে অশালীন ও কুৎসিত কমেন্ট করা হয়। যার সঙ্গে বক্তব্যের কোনো সম্পর্ক নেই। দুয়েকটা পত্রিকা নীতিগত ও সম্পাদকীয় নীতি অনুযায়ী অশালীন মন্তব্য ছাপে না। সবাইকে ব্লগ মডারেট করতে হবে।” তিনি নিজেদের ক্রেডিবিলিটি ধরে রাখতে ব্লগগুলো মনিটর করারও পরামর্শ দিয়েছেন। সূত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.