আমি আমার নিজেকেই খুঁজে বেড়াই, আমার মাঝে, তোমার মাঝে, আমাদের মাঝে :) সব মামুর বেটা গুল্যাখে বুলছি । বুলেন তো, আইজকার দিনের সেরা শট কুইন্ট্যা ছিল ?????? যারা খেলা দেখেননি তারা বুইল্বেন ক্যাম্নে ??? হামি বুইলছি , সেঞ্চুরি করার আগে দুই ধাপ আগায়া আইসা মামুর বুঠা নাসির যেই ছক্কা টা মাইরলো না !!!! আহ, কইলজা টা জুড়ায়া গেলছে । শাব্বাশ বাঘের বাচ্চা, আফ্রিদিতা এইবার বুইঝছে, ছক্কা খাইতে ক্যামুন লাগে । অই যখন এভাবে সব্বাইখে ছক্কা মারে তখন বোলার গুল্যার কি অবস্থা হয় এইবার নিজে টেইর পাইলছে । মামুর বুঠা নাসিরের লাইগ্যা ১০০ হাড়ি খাজুরের রস খাওয়ার দাওয়াত দিয়া থুইনু । হা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।