আমাদের কথা খুঁজে নিন

   

আইজকার খ্যালা দেইহা বাংলাদেশের ব্যাটিঙ অর্ডারডা যেমুন হউয়া উচিৎ বইলা মনে করতাচি

নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ

হ আইজও বাংলাদেশের ব্যাটাররা ফ্লপ মারচে। আমার মনে হইতেচে সমস্যাডা আমগো ব্যাটিঙ অর্ডারে। হের লাইগা ব্যাটিঙ অর্ডারডা ইট্টু রিএরেঞ্জ করমু ভাবতাচি। ১.তামিম : অবস্তা যা হইচে তাতে তো তামিম আউইট হইলেই আমগো খ্যালা ছাইড়া দেউনের কাম। ২.আফতাব: বসে যুদিও ওপেনার না, তাও বসে মারবার পারে।

উয়ানডেতে উপেনার হইতে অয়না আলাদা কইরা। ৩.সাকিব : বসে হঠাৎ কইরা খ্যালার স্টাইল পাল্টাইয়া ফালাইলো ক্যান বুজল্যাম না। জিম্বাবুইয়ের বলারগো পিটাইয়া হেই কি সবাইরেই পিটাইবার চাইতেচে। বসে পাকিগো লগে ১০৭ করচিল। বসে খ্যালতেচে ৫ এ।

প্রেশার পইড়া যাইতেচে। ৪. ইমরুল কায়েস : বসে স্পিন ভালা খ্যালে আমি খেয়াল কইরা দেকলাম। হের লাইগা বসরে ৪ এ পাঠাইল্যাম ৫. মুশফিক: বসের জইন্যে ৬ ম্যালা দূর হইয়া যায়। ৫ এই ভালা। ৬. আশ্রাফুল: বসে ৩ এ পারতেচেনা।

নতুন বল খেলতে প্রোব্লেম হইতেচে। ডাউন নামাইয়া দেহন যায়। ৭.রিয়াদ: অহনো ও ৭ এই খ্যালে। এনেই ভালা। ৮,নাঈম: বসে ৮ এই থাহুক.......... বকিডি তো আর কউয়ার কিচু নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।