আমাদের কথা খুঁজে নিন

   

আইজকার সেমিফাইনাল ম্যাচ। জার্মানি হারতে হারতে ডুবতে গিয়াও ভাইস্যা গিয়া স্পেনরে ডুবাইয়া দিতে গিয়া........

যেখানে দেখিবে বিদ্যুৎ, থাকিও উহা হইতে শতহস্ত দূর। কাছে আসিলে খাইলেও খাইতে পার অমূল্য বৈদ্যুতিক আঘাত! কাজেই সাবধান!

শুরু হৈতে আর বাকি আছে মাত্র ১ ঘন্টা ৩২ মিনিট। অক্টোপাস পল নাকি কৈসে আইজকা স্পেন বাবাজি জার্মানিরে চুবানি খাওয়াইবে। বিশ্বাস অয়? অয় না। কারণ আছে।

পল ব্যাডা মাঝেমৈদ্যে নিজেই নিজের মাতা খুঁইজ্যা পায় না। ও কি কৈবে? ইউরো ২০০৮ এর ফাইনালের ব্যাপারে কৈসিলো, হেইদিন নাকি জার্মানি জিতবে। জিতসিলো তো ইশ্পেন! এইডারে বিশ্বাস করা যায়? জার্মান সমর্থকদের বেশিরভাগরেই দেখতেসি চিন্তায় পড়চেন। চিন্তা কৈরেন না। পলের ভরসা নাই।

জার্মানি-স্পেন ম্যাচের ব্যাপারে পল যা কয়, তার উল্টাটা অয়। তয়... দিনে দিনে তো বয়স বাড়তাসে। অভিজ্ঞতার ঝুলিও(অক্টোপাসের ঝুলি!! ) বিশালাকারে বড় হৈতাসে। আইজকা যা কৈসে, তা কি বুঝেশুনে কৈসে? ব্রাট ভাব্নার বিষয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।