আমি এক অবসর প্রাপ্ত সৈনিকের সাক্ষাত নিতে গিয়েছিলাম। যিনি ১৯৭১ সালে নরপিশাচ পাকিস্থানিদের হাতে বন্দি হয়েছিলেন। এবং তার মেয়ের কাছে শুনেছিলাম তার বাবা নরপিশাচদের অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাই আমি অনেক আগ্রহের সাথে তার সাক্ষাতকার নিতে গিয়েছিলাম, কিন্তু অবসর প্রাপ্ত সৈনিকের আমার সাথে ক্যামেরা আর ক্যামেরাম্যান দেখে সে ভয়ে তার সব নির্যাতনের কথা গোপন করলেন। আমাকে একটা সত্য ইতিহাস থেকে বন্ঞ্চিত করলেন। কথা শুনে মনে হলো নরপিশাচরা তাকে অনেক জামাই আদর করেছিল। আমি আমার ফিরতি সময়ে তাকে প্রশ্ন করেছিলাম , আংকেল এখনতো আমরা সবাই যুদ্ধপরাধীর বিচার চাই, আপনি কি বলেন? তখন তিনি বলেছিলেন -যারা অপরাধীর সাথে যুক্ত, তারা এখন একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা পেয়েছে। তাদের বয়স হয়েছে, তাদের খমা করা উচিত। জাতির কাছে আমার প্রশ্ন--- আমি কার সাক্ষাত নিতে গিয়েছিলাম? ----আমি কি ভুল করেছি? যাদের কারনে আজ আমরা মা-হারা, বোন-হারা, বাবা-হারা, ভাই-হারা, মা-বোনদের ইজ্জত যারা নরপিশাচদের হাতে তুলে দিয়েছিল তাদের....................................................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।