আমাদের কথা খুঁজে নিন

   

ইউনাইটেডের হয়ে খেলবেন বোল্ট!

স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার স্বপ্নটা পূরণ হচ্ছে উসাইন বোল্টের। আগামী মাসে লাল জার্সি পরে সেভিয়ার বিপক্ষে খেলতে দেখা যাবে তাঁকে। দৌড়বিদ হিসেবে তাঁকে নিয়ে কোনো প্রশ্ন নেই। বোলার হিসেবেও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। এবার দেখা যাক, ফুটবল মাঠে কী করতে পারেন সর্বকালের দ্রুততম মানব।


না, বোল্ট দৌড়ের ট্র্যাক ছেড়ে ফুটবলার বনে যাচ্ছেন না। আগামী ৯ আগস্ট ইউনাইটেডের প্রীতি ম্যাচটায় শখের বশেই মাঠে নামবেন বোল্ট। এটি রিও ফার্ডিন্যান্ডের বিদায়ী ম্যাচ। সেই ম্যাচেই বন্ধু বোল্টকে খেলানোর অনুমতি দিতে নতুন কোচ ডেভিড ময়েসকে রাজি করিয়েছেন ফার্ডিন্যান্ড।
বোল্টের ইউনাইটেড-প্রীতি অবশ্য নতুন কিছু নয়।

তিনি যাকে বলে রেড ডেভিলদের পাঁড়ভক্ত। বোল্ট নিজে তাঁর ফুটবল-প্রতিভা সম্পর্কেও আত্মবিশ্বাসী। বলেছেন, ‘আমি জানি আমি ব্যবধান গড়ে দিতে পারব। দলের মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারব তো বটেই, আমি খেলতেও পারব। ’
এ ব্যাপারে এখনো ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ইংলিশ ট্যাবলয়েড ‘সানডে সান’কে ক্লাবের একটি সূত্র জানিয়েছে, ‘উসাইনের চাওয়া অবশেষে পূরণ হচ্ছে।

রিওর সঙ্গে একই দলে সে খেলবে। এটা অবশ্যই দারুণ একটা ম্যাচ হবে। গতির সঙ্গে উসাইনের পাসিং আর বল নিয়ন্ত্রণ মিলিয়ে দেখার মতোই দারুণ কিছু একটা হবে। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।