ইউনাইটেডের মার্কেটিং বিভাগের এজিএম কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৪ অগাস্ট থেকে সপ্তাহের সাত দিনই এমডি ৮৩ উড়োজাহাজ দিয়ে এ রুটে যাত্রী আনা-নেয়া করা হবে।
“এ রুটে সর্বনিম্ন ভাড়া (যাওয়া এবং আসা) নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৮৮ টাকা, শুধু যাওয়া বা আসার ভাড়া করা হয়েছে মাত্র ৭ হাজার ৫৮৯ টাকা।”
প্রতিদিন বিকাল ৪টায় ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে ইউনাইটেডের ফ্লাইট আর কাঠমান্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৫ টা ৫০ এ ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
কাঠমান্ডু ছাড়ায় আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউনাইটেড।
আভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে তারা।
এ রুটগুলোতে ফ্লাইট চালাতে তাদের বহরে আছে একটি ড্যাশ-৮, দুটি এটিআর-৭২, চারটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট নয়টি উড়োজাহাজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।