পুরনো আমিটাই ভাল ছিলাম... নৈদী তাবোল বাতাস বহতাবিদ্রূপে কিশোরীর এলোচুল স্বপ্ন দেখে ঘুড়ির নেঙ্গুর মাকড়িদোদুল সুর তোলে কনককিঙ্করে ঝুমুরনৃত্যচুমে জেগে ওঠে দুর্বামৃদুল আঁচলের খুটে বাঁধা টকফল সরস অবেলা কোলঘুমে বেড়ালের গড়গড় আকাশের কাছে ঝুলে থাকে দৃষ্টিপ্রতুল অভিমান চোখে দ্বীপবাসী যুবকের মুখ কল্পঅভিসারে তথাপি আনমনা অপ্রস্তুত অযথাই হেসেখুন আঙিনাতে অচিন নাগর পাঠ্যঅক্ষর খেলা করে আঙ্গুলের ডগায় কলমের গায়ে অঙ্কিত জ্যামিতিক দাঁত অভুল নিয়মে বিনিসূতা শিউলীপ্রহর কর্পূরপ্রহর উবে যায় প্রতীক্ষার দীর্ঘশ্বাসে সুদূর দ্বীপের টানে ভুলে যাওয়া আপনের স্নেহ অকারণ অবজ্ঞায় প্রত্যাখ্যাত মাতৃশাসন কোথাকার কে কেড়ে নিয়েছে কবে অবেলা কম্পিত পারাবত হৃদয়; ফিরে পাওয়ার তরে চাতকের প্রলাপ অঢেল জ্যোৎস্নায় নেমে এলে সুবীরের পঙ্খিরাজ। ১.০.২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।