আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে বদলাতে হলে শুধু মানসিকতার পরিবর্তনটাই জরুরি। অঢেল টাকা-পয়সার প্রয়োজন নেই এখানে।

বিশেষ কিছু বলার নাই তবে এটুক বলার আছে খালি খিদা লাগে এমন কি খাইলেও খিদা লাগে :( নিজেকে বদলাতে হলে শুধু মানসিকতার পরিবর্তনটাই জরুরি। অঢেল টাকা-পয়সার প্রয়োজন নেই এখানে। ''যদি নিজের দৃষ্টিভঙ্গি একটু বদলাতে চান, আর দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যাবে, বদলাবে সমাজ, আমার জন্মভূমি বাংলাদেশ, থাকবে না বৈষম্য, দূর হবে ভেদাভেদ ... নববর্ষের প্রথম দিনটা বাসায় বসে অলস ভাবেই পার করছিলাম, হঠাৎ জরুরি কাজে বাসা থেকে বের হলাম বিকালে, ভালবাসা দিবস নাকি পহেলা বৈশাখ ঠিক বুঝতে পারলাম না। পার্থক্য শুধু ভালবাসা দিবসে কপোত-কপোতিরাই বের হয়, আর এই দিন পরিবারের সবাই ... গালে আঁকা রং বেরংয়ের ট্যাটু , বড়ই সৌন্দর্য ... ভালই লাগছিলো মানুষের আনন্দ দেখে ... ঠিক তখন প্রায় ৭০ বৎসরের এক বৃদ্ধ মহিলা আমাকে এসে বলল বাবা আমি সারা দিন কিছু খাই নাই, অনেক খিদা লাগছে--তখন অনেক কষ্ট পাইলাম ...তখন নিজের দায়বধ্যতা থেকে তাকে নিয়ে গেলাম ফার্মগেট প্লাজা হোটেল এ । মাত্র ১০০ টাকা দিয়ে ভাত খাওয়ালাম।

মাংস দিয়ে পেট ভরে ভাত খেলেন তিনি। তাতে আমি বৎসরের প্রথম দিন যে আনন্দ পেলাম আমার মনে হয় লাল পাঞ্জাবি কিংবা থ্রি-পিস পড়ে কেউ এতো আনন্দ পায় নাই, আমরা সবাই যদি আজ সবাই রিকশায় না ঘুরে কিংবা একটা বাঁশি না কিনে কিংবা ৫০০ টাকা দিয়ে পান্তা না খেয়ে একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াতাম তাহলে আজকের দিন অন্তত বাংলার কোন মানুষ অনাহারে থাকতো না। আমরা যারা facebook ব্যবহার করি তারা সকলেই কিন্ত প্রতি মাসে অন্তত এক বেলা গরিব মানুষকে খাওয়ানোর ক্ষমতা রাখি। আসুন আজ থেকে আমরা শপথ করি মাসে অন্তত একদিন ওদের পেট ভরে খাওয়াবো... ভাই কতো টাকাই তো আমরা অযথা মোবাইল ফোনে কিংবা সিগারেট পান করে নষ্ট করি ... নিশ্চয়ই সৃষ্টিকর্তা ইচ্ছে করলে আমাদেরকেও ওদের মত গরিব করে দিতে পারেন। '' [লেখাটি এহতেরামুল হক (রাকিব) নামের জনৈক ফেসবুক ব্যবহারকারীর।

] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.