আমাদের কথা খুঁজে নিন

   

একখান কৌতুক !! সিওর ১৮, ১৯ ও ২০ পিলাচ ।

রাজা.............................. নাতি বিয়ে করবে। এজন্য সেক্স সম্পর্কে জ্ঞান নিতে তার অভিজ্ঞ বৃদ্ধ দাদা কে প্রশ্ন করছে। নাতি: “আচ্ছা দাদা, স্বাভাবিক ভাবে সেক্স কত বার করে করা যায়?” দাদা: “তুমি তো নতুন বিয়ে করছো, ধরো বিয়ের পরের *১ বছর পর্যন্ত প্রতিদিনই, এমনকি মাঝে মাঝে দিনে একাধিক বারও সেক্স করতে পারবে। *২-৫ বছর পর্যন্ত সপ্তাহে ৩-৪ দিন, *৫-১০ বছর পর্যন্ত সপ্তাহে ১-২ দিন করে করতে পারবে। *বিয়ের ১১-১৫ বছরে মাসে ২-৩ বার, *১৬-২০ বছরে মাসে ১ বার আর * ২০ বছরের বেশী হয়ে গেলে ধরো শুধু বিবাহ বার্ষিকী তে সেক্স করলা।” নাতি: “দাদা তোমার তো বিয়ের ৫০ বছর হয়ে গেছে! তুমি কি এখনও দাদীর সাথে সেক্স করো?” দাদা: “না রে দাদু ভাই! আমাদের কি আর সে বয়স আছে? আমরা এখন ওরাল সেক্স করি!” নাতি: “ওরাল সেক্স? তার মানে sucking…” দাদা: “আরে না! sucking করার শক্তি কি আর আমাদের আছে? এই প্রতিদিন ঘুমুতে যাবার সময় তোমার দাদী আমায় বলে !!..Fuck You..!! ___আমিও বলি !!..Fuck You Too..!!”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।