ব্লগে এলেও পোস্ট লিখে উঠতে পারিনা। তাই একটা কুইক হাসি। আপনাদের জানার মধ্যে পড়লে, ক্ষমা, প্লিজ।
এক মহিলা বাসে উঠেছেন, কোলে ছোট বাচ্চা। বাস ড্রাইভার বাচ্চাটার দিকে তাকিয়ে নাক কুঁচকে বল্ল, 'কি চেহারা।
এমন বিচ্ছিরি বাচ্চা কোনদিন দেখিনি। '
মহিলা রাগে ফুলতে ফুলতে বাসের পেছন দিককার এক সিটে গিয়ে বসলেন। পাশে একটি বুড়ো মত লোক বসে ছিলেন, তাকে বল্লেন, ' জানেন ঐ বাস ড্রাইভারটা আমাকে অপমান করেছে। ' বুড়োলোকটি বল্লেন, 'তাই নাকি। আপনি তাহলে যান সামনে গিয়ে তাকে বকা দিয়ে আসেন।
ততক্ষণ আপনার বাঁদরটিকে আমি খেয়াল রাখছি। '
(শিশুরা কোনদিন বিশ্রি হতে পারেনা। তাদের চেয়ে সুন্দর আর কিছু নেই। তবু এটা পড়ে হঠাৎ হাসি পেলো তাই শেয়ার করলাম। সিরিয়াসলি নেবেন না।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।