আমরা আদালতের সাথে যুদ্ধ করতে আসেনি। আমরা আদালতকে পরাজিত করতে চাইনা। আমরা এসেছি নিজেদের অবস্থান আদালতে তুলে ধরতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সাহায্যে করাই আমাদের উদ্দেশ্যে। আমরা অবমাননাকর কিছু লিখিনি।
১ ডিসেম্বর বৃহস্পতিবার নিউ এজ সম্পাদক নুরুল কবির তার আংশিক শুনানিতে এসব বলেন।
বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্যা নিউ এজ পত্রিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল মন্তব্য করে একটি প্রতিবেদন প্রকাশ করে। চলতি বছর অক্টোবরের ২ তারিখে বিতর্কিত ওই প্রতিবেদন ছাপানো হয়। ট্রাইব্যুনালের নিকট বিষয়টি দৃষ্টিগোচর হলে ট্রাইব্যুনাল পত্রিকার সম্পাদক,প্রকাশক ও প্রতিবেদককে শোকজ নোটিশ প্রেরণ করে। পত্রিকার প্রতিবেদক ও প্রকাশক নিজ নিজ আইনজীবী নিয়োগ করলেও।
সম্পাদক নুরুল কবির আইনজীবী নিয়োগ না করে নিজেই নিজের শুনানি করেন। যার আংশিক ১ ডিসেম্বর বৃহস্পতিবার শোনা হল। বাকী শুনানি আগামী ২০ ডিসেম্বর হবে। খবরের লিংক এইখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।