আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক, আম ফেসবুকার এবং ভিক্ষাবৃত্তি

যেমন ইচ্ছে লেখার আমার ভার্চুয়াল ডায়েরি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজআইরা টাইপ লেখা লিখলেও চেষ্টা করি একটা মেসেজ পৌছাতে। ফেসবুকে আমি ঃ www.facebook.com/bhutergolirbasinda ফেসবুক ব্যাবহার করি কেন?? অন্নের মনের কথা তো আমি জানি না, তাই সঠিকভাবে অন্নদের মনের ভাবনা তুলে ধরতে পারব না। কিন্তু আমাকে দিয়ে সাধারণ রূপটা তুলে ধরতে পারি। মুলত ফেসবুকে যাই নিজের মনের কথা গুলো বন্ধুদের সাথে শেয়ার করতে।

সাহিত্য,খেলাধুলা,রাজনীতি কিংবা দেশকে নিয়ে নিজের ভাবনাগুলো প্রকাশ করতে আর এ ব্যাপারে বন্ধুদের মতামত জানতে। ফেসবুকে অধিকাংশই অপরিচিত বন্ধু,যাদের সাথে হয়ত কখনো দেখাও হবে না। ফলশ্রুতিতে তাদের মন্তব্য গুলো অনেকাংশেই সত্য ও কার্যকরী হয়। যেহেতু কেউ খুশি করার জন্য কিছু বলে না, তাই অকপটে তার চিন্তাধারা ব্যাক্ত করতে পারে। এভাবে নিজের ভুলগুলো শুধরে নেয়া যায়।

কিন্তু দুঃখের ও বিরক্তির ব্যাপার হচ্ছে ভার্চুয়াল ভিক্কুকরা, যারা সারাদিন লাইক খুজে বেরায়। মেসেজে, পোস্টে লাইক ভিক্কা করতেই থাকে!!! ব্লক দিয়েও এদের যন্ত্রণা বন্ধ করা সম্ভব হয়ে ওঠে না!! আরেকটা নির্লজ্জ ফেসবুকার হচ্ছে মেয়েরুপি ছেলেগুলো!! এদের সম্পর্কে কোন বাক্য বলা মানে অইসব বাক্যের অপমান!!!!! আচ্ছা এই লাইক দিয়ে হবে টা কি ?? সেলেব্রিটি হবেন?!!! আরে ভাই বাস্তব জীবনে যদি আপনাকে আপনার বন্ধু, পাড়া-প্রতিবেশী কোন দাম না দেয়, তাইলে ফেবুতে খ্যাতি(!!!) পেয়ে কোন লাভ নাই!! কেন রে ভাই, লাইক দিয়ে মুড়ি খাবেন???! সেই সব ফেসবুকাররা শুনুন এবং বুঝুন------ ভার্চুয়াল লাইফ বাস্তব লাইফ নয়, বাস্তবে নিজেকে সেলেব্রিটি বানানোর চেষ্টা করুন, বহুত ফায়দা হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.