আমাদের কথা খুঁজে নিন

   

‘টাউট মুজিব’ নামে নামকরণ করার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ।

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে। সিরাজগঞ্জে নাট্য অভিনেতা জাহিদ হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় ছাত্রলীগ। জাহিদ হাসান নির্মিত ও অভিনীত মেগা সিরিয়াল ‘ক্যাপসুল’-এর মূল চরিত্র ‘টাউট মুজিব’ নামে নামকরণ করার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করে এ ঘোষণা দেয়। সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শহরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি করার লক্ষ্যে নাটকের মূল চরিত্র ‘টাউট মুজিব’ নামে নামকরণ করা হয়েছে; যা সংবিধান অবমাননার শামিল। এজন্য জাহিদ হাসানকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারা বলেন, ওই নাটক থেকে যতদিন পর্যন্ত ‘টাউট মুজিব’ নামটি প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত জাহিদ হাসানকে সিরাজগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। প্রসঙ্গত, ২৯শে নভেম্বর ‘আমাদের সময়’ পত্রিকার সংস্কৃতি পাতায় অভিনেতা জাহিদ হাসানের ‘এবার টাউট চরিত্রে’ শিরোনামে সাক্ষাৎকার ভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে ‘মুজিব নামে টাউট একটি ছেলের চরিত্রে’ জাহিদ হাসান অভিনয় করেছেন উল্লেখ করা হয়েছে।

View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.