...... মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুস্থ ব্লগিং করুন ...... ....মুক্তিযোদ্ধার ভেকধারী গালিবাজদের না বলুন...
ব্লগে কিছু বর্নচোরা লোক মুক্তিযুদ্ধের চেতনার নামে এলোপাতাড়ি সবাইকে অশালীন গালিগালাজ করে । তাদের চেতনায় মুক্তিযুদ্ধ নেই । .............আছে ধান্ধা । মুক্তিযুদ্ধের নামে ধান্ধাবাজী । এরা বর্নচোরা ।
মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ক্ষতি করার জন্য এরা ঘাপটি মেরে বসে থাকে................................ সুযোগ বুঝে মুক্তিযুদ্ধের চেতনা আবার সুযোগ বুঝে ধান্ধাবাজি । তাদের গালাগালির কারনে অনেক ভদ্র লেখক এবং তাদের যৌন হয়রানীর কারনে অনেক ভদ্রমহিলা সুন্দর এই ব্লগ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে । চেতনাবাজদের মুখে আজ অবশেষে রসময়গুপ্তের বাণী ছড়িয়ে পড়ল .........................................মুক্তিযুদ্ধের চেতনার বোরখা সরিয়ে পর্নো সাইট যৌবনজ্বালার মডারটের রূপে আবির্ভুত হয়েছে। ধিক....শত ধিক। Click This Link
সম্মানিত লেখক ও ব্লগারদের কাছে আবেদন জানাই----------- মুক্তিযুদ্ধের চেতনার এই অবমাননার নিন্দা জানান ।
মুকিযোদ্ধার ভেকধারী গালিবাজদের চিহ্ণিত করুন । ব্লগে কারা গালিগালাজ করছে লক্ষ্য করুন। ..................................মনে রাখবেন তারা মুক্তিযুদ্ধের শত্রু, দেশের শত্রু, ব্লগের শত্রু।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: আপনার নীরবতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে । রুখে দাঁড়ানোর এখনই সময় ।
আর কত দিন সাধারণ ব্লগাররা মুখ বুজে সইবেন ???::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
এদের আরো একটি কেলেংকারীর কথা জানুন- Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।