চলুন আমরা সবাই আন্দোলন করি যাতে মিরপুর, উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানি, যাত্রাবাড়ী এইসব গুলাকে যেন আলাদা আলাদা শহর হিসেবে আইন পাশ করা হয় এবং এদের প্রত্যেকের জন্যে আলাদা আলাদা সিটি করপোরেশন ও মেয়র থাকবে। তাহলে শহর গুলোকে খুব সহজে এবং অল্প সময়ে DEVELOP করা যাবে, কারন ওই ক্ষেত্রে মেয়রদের WORKING AREA কম থাকবে এবং ওনাদের কাজ করতে ও ঝামেলা কম হবে। AL সরকারকে এই ধরনের DIGITAL এবং যুগপোযোগী IDEA দেয়ার জন্যে ধন্যবাদ দেয়া দরকার। উহ! হো, আমার ছোট মাথায় আরেকটা DIGITAL IDEA আসলো। বাংলাদেশের আয়তন তো ঢাকা থেকে অনেক বেশি, সুতরাং আমরা কেন ওই টা নিয়ে চিন্তা করা শুরু করতেছিনা? বি:দ্র: ঢাকা শহর 360 km2 (139 sq mi), লন্ডন শহর 1,572.1 km2 (607 sq mi) লন্ডন শহরের জন্যে ১ জনই যথেস্ট আর ঢাকার জন্য ২ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।