নীল পাগলের দেশ থেকে বাজারে অনেক রকম এলসিডি/এলইডি টিভি পাওয়া যাচ্ছে । কিন্তু আমি একটা কেনার আশায় মার্কেট ঘুরে ভিন্ন রকম অনুভুতি হচ্ছে । বলতে পারেন কিছুটা কনফিউজড । কারন স্যামসাং টিভির ক্ষেত্রে একেক দোকানদার একেকরকম তথ্য দিচ্ছে , কেউ বলছে এটা মালয়শিয়ার তৈরি, কেউ বলছে এটা থাইল্যান্ডের তৈরি আবার কেউ বলছে এটা ইন্ডিয়ার তৈরি । সনির ক্ষেত্রেও একই অবস্হা কেউ বলে, মালয়শিয়া কেউ জাপান বলে চালানোর চেষ্টা করে আর কেউ বলছে ইন্দোনেশিয়ার তৈরি । অন্য ব্যান্ডের ও মান নিয়ে প্রশ্ন । কেউ একটু সাজেশন দিবেন , আসলে এলসিডি/এলইডি টিভি গুলো কোথায় এসেম্বলড হচ্ছে ? আর কোথা থেকে কেনা যেতে পারে ? ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।