মঙ্গলবার বিকেলের মধ্যে তাকে ফিরে না পেলে কাউকে ছেড়ে দেয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাংশের কর্মী সভায় বক্তব্য রাখেন শামীম ওসমান।
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় শামীম ওসমানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলায় তার বাবা রফিউর রাব্বির সঙ্গে বিরোধ বাধে শামীম ওসমানের।
কর্মী সভায় শামীম ওসমান বলেন, “আমি শতভাগ নিশ্চিত পারভেজকে আইভী ও রফিউর রাব্বি মোটা অংকের টাকা দিয়ে চুক্তির মাধ্যমে খুনের উদ্দেশ্যে গুম করিয়েছেন। ”
শনিবার বিকালে ঢাকার গুলশান থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন অস্ত্রধারী পারভেজকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার।
শামীম ওসমান বলেন, পারভেজকে ফেরত না পাওয়া গেলে আগামীতে অনেকের ঈদ করা হবে না। যখন আওয়ামী লীগ ছেড়ে দিব তখন নারায়ণগঞ্জের অনেকের বাড়ির ইট তো দূরের কথা একটি বালু কণাও খুঁজে পাওয়া যাবে না।
“মঙ্গলবার সন্ধ্যার পর দেখবো শহরে কারা থাকে। তখন পাড়া মহল্লা থেকে মিছিল বের হবে। আন্দোলন শুরু হবে।
কেউ তখন টিকতে পারবে না। ”
তবে রফিউর রাব্বি তার বিরুদ্ধে তোলা শামীম ওসমানের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “গুম ও খুনের ইতিহাস ও রেওয়াজ তাদের আছে, আমাদের নেই। ”
পারভেজ আলোচিত মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।