মঙ্গলবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে সুজন বাদী হয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (ক অঞ্চল) আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে নির্দেশ দিয়েছে।
মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন- জেলা সিপিবি ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহম্মেদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শঙ্কর রায়।
রফিউর রাব্বি তার ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে যে ৭ জনকে অভিযুক্ত করেছেন সেই তালিকায় ক্যাঙ্গারু পারভেজ ও সুজনের নামও আছে।
মামলার বাদীর অভিযোগ, গত রোববার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে ও ক্যাঙ্গারু পারভেজকে কৃষক লীগ নেতা রোকনউদ্দিন আহমেদ ডেকে ভেতরে নিয়ে উল্লেখিত ৮ আসামী এলোপাথাড়ি মারধর করে জখম করে।
পরে পুলিশ তাদের উদ্ধার করে।
মামলার বাদী নিজে, ক্যাঙ্গারু পারভেজসহ ৬ জনের নাম সাক্ষীর তালিকায় রয়েছে।
গত রোববার বিকেলে শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা চলাকালে ক্যাঙ্গারু পারভেজ অস্ত্র হাতে ঢুকে শহীদ মিনারের বেদীতে বসে থাকা ত্বকীর বাবা রফিউর রাব্বিকে গুলি করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
এসময় শহীদ মিনার ও আশপাশের বিক্ষুদ্ধ জনতা ক্যাঙ্গারু পারভেজকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। পুলিশ গভীর রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা থেকে ক্যাঙ্গারু পারভেজকে ছেড়ে দেয়।
এব্যাপারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাদী হয়ে ক্যাঙ্গারু পারভেজকে আসামী করে থানায় অভিযোগ দিলেও পুলিশ তা রেকর্ড করেনি।
এই মামলার বিষয়ে জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে গড়ে উঠা গণ আন্দোলনকে ভয়ভীতি দেখিয়ে দমন করতেই মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে।
“আমরা আইনগতভাবেই মামলা মোকাবেলা করবো। গডফাদার, প্রশাসনের রক্ত চক্ষু, হুমকি চলমান গণ আন্দোলনকে দমাতে পারবে না। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।