আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয় হওয়ার সহজ উপায়

A true blogger will never walk alone... আমরা অনেকেই আছি অন্যের প্রশংসা করার চেয়ে নিজের প্রশংসা অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করি। আমরা নিজেকে অনেক ভালোবাসি বলেই প্রশংসা শুনতে চাই। তবে যার কাছ থেকে প্রশংসা শুনতে চাই সেও নিজেকে ভালোবাসে, সেও অন্যের কাছ থেকে প্রশংসা শুনতে চায়। আবার এমন অনেককেই পাওয়া যাবে যারা নির্দ্বিধায় অন্যের প্রশংসা করার ব্যাপারে নির্ভেজাল আন্তরিক । সে অন্যের আত্নপ্রেমকে মর্যাদা দিয়েই এই কাজটি করে থাকেন। আরেক পক্ষ আছেন যারা প্রশংসা করতে যেয়ে ছলনার আশ্রয় নিয়ে থাকেন, যাকে আমরা নঞর্থক ভাবে পাম মারা বলে থাকি। এটা মানুষের মর্যাদা বৃদ্ধির চেয়ে মানুষকে ছোট করে বৈ বড় করে না। যতযাই হোক, প্রশংসার ব্যাপারে দরকার-অদরকারের ধার না ধেরে যদি আগামী একটা সপ্তাহ দৈনিক অন্তত পাঁচজনকে মন খুলে প্রশংসা করতে পারি তবে আমাদের হৃদয়ের আঙ্গিনার প্রসারতাও যেমন বাড়বে তেমনি অন্যের কাছে আমাদের গ্রহণযোগ্যতাও বাড়বে...তখন অন্যেরাও বাধ্য হবে আন্তরিক হয়ে আমার/ আপনার প্রশংসা করবে। আর তাই প্রশংসিত হতে চাইলে চলুন অন্যের প্রশংসা করি...আজ এখন থেকেই।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.