আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিকভাবে ধন্যবাদ মানে টা কি কেউ জানেন ?

অভিন্ন ফেসভ্যালু বাস্তবায়নের লক্ষ্যে মার্কেট লট ৫০, ১০০, ২০০ ও ৫০০ শেয়ার বা ইউনিটে নির্ধারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বোর্ড সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা প্রস্তাব আকারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হবে। সোমবার ডিএসইর ৬৯১তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা শেষে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহুরুল আলম সাংবাদিকদের এ কথা জানান। সিইও জহুরুল আলম বলেন, পুঁজিপাজারে স্থিতিশীলতা আনয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এসইসির প্রনোদনা প্যাকেজ ঘোষণা করায় ডিএসই বোর্ড আন্তর্জাতিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে। একই সাথে প্রনোদনা প্যাকেজ সফলভাবে বাস্তবায়নের জন্য ডিএসই সর্বাত্মক সহোযোগিতা করবে বলে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। ডিএসইর বোর্ড সভায় উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট শাকিল রিজভী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান, পরিচালক রফিকুর রহমান, আহমেদ রশিদ লালী, সালমান এফ রহমান ও ডিএসইর উপ-মহাব্যাবস্থাপক শফিকুর রহমান প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.