বাংলাদেশকে ভালোবাসুন City Cell মোবাইল কোম্পানি তাদের নের্টওয়াক দেশের সর্বত্র আছে বলে মুখে ফেনা তুলে ফেলল অথচ ঢাকা বিভাগের সর্বত্র এখনো নের্টওয়াক নেই। আমাদের বাড়ী ঢাকা (০ পয়েন্ট) থেকে মাত্র ৫৯ কিলোমিটার দূরে অথচ বাড়ীতে গেলে নের্টওয়াক পাই না। আমদের বাড়ী হলো ঢাকা জেলার দোহার থানা নয়াবাড়ী ইউনিয়নে আন্তা গ্রামে। City Cell এর এক মাত্র টাওয়ার দোহার উপজেলাতে যা পুরো থানা কাভার করতে পারে না। এতো দিন হয়ে গেল অথচ নতুন কোন টাওয়ার বসালো না।
অথচ একটেল,রবি,ওয়ারিদ সব কোম্পানির কম করে হলে ও ৪/৫ টাওয়ার সেখানে City Cell এর মাত্র একটা তাও আবার থানা প্রোপারে। বাংলাদেশের মধ্যে দোহার থানার মতো ধনী এলাকা দিতীয়টা আছে বলে মনে হয় না। অথচ এখানে City Cell এর নের্টওয়াক করুন দশা । ভাবতে ও খারাব লাগে.। .।
। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।