আমাদের কথা খুঁজে নিন

   

Rainy city never runs!

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

Rainy city never runs! বর্ষায় ফুলে যাওয়া কোলাব্যাঙের আঠালো জিভ থেকে নিরাপদ দূরত্বে ম্যাচ বাক্স, আগুনের সূতিকাগার। মেট্রোবর্ষায় পরকীয়া ভিজে গেছে বাস সার্ভিসে, চালশে প্রেমে মধু মেশানো আদিরস! আঠালো জিভ লম্বা হয়ে ওঠে জিনতত্ত্ব ভুলে কিছুটা মাংসাশী তরুণীর শ্বাসে আরো প্রাণিজ হয়ে ওঠে মধ্যবিত্ত। কবিহীন আদর্শ রাষ্ট্রের স্বপ্ন ভুলে চোখ পাল্টে রাষ্ট্রীয় কবিকেই কুর্নিশ করছেন প্লেটো! প্লেটোনিক লাভে দারুণ জমেছে মন বেচাকেনা মৃদু বর্ষায় শহর তলিয়ে গেছে বিকল ইঞ্জিনের অভিশাপে কালো পিচে শৈশবের সেই পেট্রোল পোড়া রংধনু ঘ্রাণ। বর্ষাবন্দী বাস সার্ভিসে হঠাৎ আগুন ফুসে ওঠে কদাচিৎ মতিভ্রমে। ম্যাচ বাক্স দূরেই থাক। জলাবদ্ধ কমিউনিস্ট পুকুরেই ডুবে থাক কোলাব্যাঙ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।