পুরান আমি নব ভাবনায় বিভোর.. মির্জা শাহনেওয়াজ লতিফ(লিও)
সমালোচনার সম্মুখীন আমি এবং
বস্তুবাদের সাফল্যমন্ডিত সমাজ।
সপ্তর্শির তারা গুলো পায়তারা করে আর
বারবার হেরে যায় এইসব মহাতারকাদের ভীরে ;
আমি মৃন্ময়ীর জন্য বসে আছি।
বসন্ত আসবে- ডাহুকের কন্ঠ হবে আরো সুরেলা ,
বৈঠা হাতে আমি ঢেউগুনার অবকাশ আমার নেই
দুলোকেরতীব্র আকাঙ্ক্ষা আমাকে ছুঁতে পারে না
আকাশের উপরে আকাশ, নদীর ওপারে তুমি মৃন্ময়ী
সামাজিকতার ঢেউগুলো কখনই আমাকে
দুলাতে পারেনি। জানালার ছোট ছিদ্র দিয়ে
যেটুকু আলো আসে তাতে আবছায়া কাটে;
কিন্তু হৃদয় ভরে না।
মুক্তির অপেক্ষায়
স্বপ্ন বুনতে বুনতে আমি পাহাড় ছুয়েছি
মেসোপটেমিয়ার প্রস্তর খন্ডে আমি যে মুক্তির গান লিখেছিলাম
আজ এই ভরা মজলিশে সে গান আমি আবার গাইব।
দোচালা টিনের ঘরের ফুটোই আমার কাম্য ।
ল্যাম্পপোস্ট হবো,
সে পথের পথিক তুমি।
আজন্ম বসন্ত দেখবার অপেক্ষায়
চোখ আমার তৃশ্নার্ত;
হৃদপিন্ডের টনটন ব্যথা উঠে,
কবিতার খাতা আর আমি নির্ঘুম রাত কাটাই,
তুমি মৃন্ময়ী ।
সেদিন বিকেলে তোমার দেখা পেলাম না
আজো মিছিল বেরোয়
বুলেট বারুদের গন্ধে বাতাস আরো ভারী হয়
মৃন্ময়ী,
তুমি মুক্তি হয়ে কবে আসবে
পায়ে আমার শেকড় গজাবার ঠাঁই।
আদর্শহীন মহাপুরুষদের(!) দাপাদাপিতে
আজ তোমাদের প্রতিনিধি হিসেবে
বলে যেতে চাই
মৃন্ময়ী আমার কাম্য
মৃন্ময়ী আমার কাম্য
মৃন্ময়ী আমার কাম্য...
মোহাম্মদপুর, ঢাকা
৬ কার্তিক ১৪১৭
২২ অক্টোবর, ২০১০
রাত ১.৪৫মিনিট ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।