"Hate no one, no matter how much they’ve wronged you. Live humbly, no matter how wealthy you become. Think positively, no matter how hard life is. Give much, even if you’ve been given little. Keep in touch with the ones who have forgotten you, and forgive বাল্যবিয়ের অভিশাপ প্রতিনিয়ত সমাজের সাধারণ মানুষকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। প্রতি তিন সেকেন্ডে একটি করে কিশোরিকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে এই ২০১১ সালেও । যদিও এর বিরুদ্ধে প্রচার, সামাজিক সচেতনতা চলছে সমান হারে।
বিষয়টি নিয়ে যারা কাজ করছেন তারা জানান, এই মেয়েরা বড় হওয়ার পর শতকরা ১০০ ভাগ ক্ষেত্রে চরম দারিদ্র্য আর বঞ্চনার জীবনযাপন করতে বাধ্য হয়। অপরিণত বয়সে সন্তানধারণ করতে গিয়ে স্বাস্থ্যের চরম অবনতির শিকার হয় তাদের মধ্যে অনেকেরই।
প্রতি বছর ১ কোটি মেয়ে এ পৃথিবীতে এমন অত্যাচারের শিকার হচ্ছে।
নিউ ইয়র্কের সমাজসেবী সংগঠন প্ল্যান ইউ কে'র প্রধান মারি স্ল্যানটন বলেছেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া, এ তিনটি এলাকাতেই বাল্যবিয়ে বেশি হচ্ছে। প্রতি তিন সেকেন্ডে ১৮ বছরের নিচের বয়সি একটি মেয়েকে বিয়ে দেয়া হচ্ছে এসব জায়গায়।
মারি স্ল্যানটন বলেন, গোটা বিশ্বের সার্বিক উন্নয়নের গতিকে এই বাল্যবিয়ের কুপ্রথা স্তিমিত করে দিচ্ছে। তাই প্রয়োজন আরও বেশি সচেতনতার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।