আমাদের কথা খুঁজে নিন

   

Windows 7 জেনুইন করে নিন খুব সহজে !!!

আমি অতি সাধারন কিন্তু আসাধারন কাজ করতে ভালবাসি Windows 7 এর বাবহারকারীরা যারা windows genuine (The copy of Windows is not genuine ) সমস্যায় পড়েছেন অর্থাৎ Screen কালো হয়ে যাওয়া wallpaper পরিবর্তন করলে কিছুক্ষণ পর আবার কালো হয়ে যায়। তাদের অনেক সমস্যায় পড়তে হয় তখন আবার নতুন করে Windows ইন্সটল করা ছাড়া উপায় থাকে না । আর এ সময় serial key দিলেও কাজ হয় না । এ সমস্যায় আমি কিছুদিন আগে পরেছিলাম । আর খুজতে খুজতে একটি উপায় পেয়ে গেলাম । Windows 7 Loader নামে একটি সফটওয়্যার পেলাম যা দ্বারা খুব সহজে আপনি DELL,ACCER,SAMSUNG,HP,TOSHIBA আরও অনেক ল্যাপটপ এর ইউনিক সিরিয়াল কী সার্টিফিকেটসহ আপনার PC Registration করতে পারবেন ।এজন্য সফটওয়্যার টি ডাবল ক্লিক করে ওপেন করুন , এবং নিচের দিকে Advance option দেখবেন এখানে Select করে ডানপাশের থেকে যে ল্যাপটপ এর সিরিয়াল ও সার্টিফিকেট চান সেটি সিলেক্ট করে ইন্সটল করে Restart করুন এবং দেখুন আপনার PC Registration হয়ে গেছে । আশা করি আপনাদের কাজে লাগবে । download: http://adf.ly/3tVtb password : jpiblog

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.