আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে কৃষিমন্ত্রীর গালে চড়

অ আ ক খ গ ঙ ভারতে এক যুবকের হাতে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও ক্যাবিনেট মন্ত্রী শারদ পাওয়ারের চড় খাওয়ার ঘটনা সেদেশে আলোড়ন সৃষ্টি করেছে। আসেন আমরাও আমাদের মন্ত্রীদের চরাই! দিল্লিতে লোকসভা অর্থাৎ সংসদ অধিবেশনেও বিষয়টি নিয়ে বৃহস্পতিবার তর্ক বিতর্ক হয়েছে৻ হরবিন্দার সিং নামে ওই যুবকের দাবি দুর্নীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়া দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদেই কৃষিমন্ত্রীকে এই চড় মেরেছেন তিনি৻ সাম্প্রতিক সময়ে ভারতে রাজনীতিকদের ওপর ক্ষুব্ধ মানুষজনের চড়াও হওয়ার বেশ কতগুলো ঘটনা ঘটেছে। হরবিন্দার সিং পেশায় একজন তিনচাকার মালবাহী গাড়ি টেম্পোর চালক। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার যখন বৃহস্পতিবার দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের অফিষে গিয়েছিলেন, তখন শারদ পাওয়ারের বাঁ দিকের গালে সজোরে চড় মারেন শক্তপোক্ত চেহারার যুবক হরবিন্দার সিং। চড়ের বেগ এতই জোরালো ছিল যে মিঃ পাওয়ার প্রায় পড়েই যাচ্ছিলেন।

চড় মারার পর হরিবিন্দার সিং একটা ছোট ছুরিও বের করেন, যাকে বলা হয় কৃপাণ এবং যা শিখ সম্প্রদায়ের মানুষ ধর্মীয় কারণে সঙ্গে রাখেন। তিনি চিৎকার করে বলতে থাকেন ' চির দুঙ্গা ' অর্থাৎ তিনি কৃষিমন্ত্রীকে চিরে ফেলবেন। এরপর নিরাপত্তা রক্ষীরা তাকে জাপটে ধরে বাইরে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার সময় মিঃ সিং টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে দুর্নীতির নিন্দা করে বলেন দুর্নীতির কারণেই জিনিষপত্রের দাম বাড়ছে। হরবিন্দার সিং বুক চাপড়ে ঘোষণা করেন তিনি এখন লাগাতার দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ও নেতাদের চড় মারবেন।

মিঃ সিং দাবি করেন সম্প্রতি আরেকজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুখরামকেও তিনি মারতে গিয়েছিলেন, যাঁকে দুর্নীতির দায়ে দিন কয়েক আগে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৯ সালে একজন শিখ সাংবাদিক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে জুতো ছুড়ে মারেন। জুতো ছুড়ে মারার ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিরোধী বিজেপি নেতা এল কে আদবানির ক্ষেত্রেও। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.