দেশে এসেছি আজ পুরো দশদিন হয়ে গেলো। এখন সময় যে এত দ্রুত যাচ্ছে টের ই পাচ্ছিনা। কতদিন পর রিক্সায় ঘুরে বেড়ালাম এ শুধু আমার দেশেই সম্ভব। ভেবেছিলাম এইবার বিয়ের ঘন্টাটা বাজিয়েই যাব কিন্তু সে আশা বোধহয় গুড়েবালি..আমার শ্রদ্ধেয় আব্বাজান আমার পছন্দের মেয়ের সাথে বিয়েতে কোনোভাবেই রাজিনা। আমিও একটু বাকাভাবে বলেছি বিয়ে যদি করি এই মেয়েকেই নয়তো নয়।
এভাবেই চলছে...একপ্রকার বাক্যহীন দিনাতিপাত করছি। আসলে আমি হাপিয়ে উঠেছি। আজ সকালে মনে হচ্ছিল আমার প্লেন টিকেট টা দুসপ্তাহ আগিয়ে এনে চলে যাই। এভাবে কোনো মানুষ বাচে?? কারো একটু সময় নেই। এর চেয়ে প্রবাস জীবন অনেক ভালো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।