আপাতত ঘুরপাক খাচ্ছি!
১। আমি তলিয়ে যাচ্ছি ক্রমশ:
আমি তলিয়ে যাচ্ছি ক্রমশ:
জীবন সাগরে সাঁতরাতে সাঁতরাতে
আজ বড় ক্লান্ত
তাই সৈকতে ফেরার আশা ছেড়ে দিয়ে
ক্রমাগত তলিয়ে যাচ্ছি।
অথই সাগরের কিনারায় দাঁড়িয়ে
কেউ কেউ লাগামহীন বলে যাচ্ছে
গেল গেল ডুবে গেল
মহীন ও তার সাতশ ঘোড়া ডুবে গেল
যে মহীন সারাজীবন সাতশ ঘোড়ার
তৃণ খর যোগাতে ব্যস্ত ছিল সে মহীন আজ
অল্পতেই ডুবে গেল।
চৌদিকে হাসির ফোয়ারা
আমি তলিয়ে যাচ্ছি গভীরে
মনুষ্য সাগরে শত মানুষের ভীরে
কেবা কাকে মনে রাখে
এক মহীন ডুবলে শত শত মহীন
সাগরের তল ফুঁড়ে তেড়ে আসবে
দিব্যি সাঁতরে পার হবে অথই জল।
তাই ডুবছি তো ডুবছি
তোমরা যারা সাক্ষ্যি থাকলে
নতুনদের পেয়ে জানি একদিন ভুলে যাবে
তবে মনে রেখ
সাতশ ঘোড়া কিন্তু রয়েই গেল!
২।
এরপর আর নয়
বাতাসে কান পাতলে কার পদধ্বনি শোনা যায়
আকাশে চোখ মেললে কার চোখে চোখ পড়ে যায়
আমি বিষম ধাক্কা খেয়ে চোখ নামিয়ে ফেলি
কান বন্ধ করি দু' তর্জনিতে
যারে দেখতে চাই না শুনতে চাই না বলে
গত রাত্রিতে গোটা কয়েকবার শপথ করলাম
সেই দুটি চোখ সন্মুখে এসে যাচ্ছে আচানক।
হুশিয়ার করে দিচ্ছি
গুটিয়ে ফেল তোমার ত্রিসীমানা
আমি আর তোমার আঁচলের ছায়াটি পর্যন্ত
দেখতে চাই না
আমার আকাশ বাতাস থাক পরিশুদ্ধ
নি:শ্বাসে যেন তোমার বিষের ছোঁয়া না থাকে
তুমি যাও তোমার পথে
আমাকে আমার মত থাকতে দাও
খেতে দাও, ঘুমাতে দাও।
আমার মস্তিস্কের করোটি খুলতে দাও
একান্ত আমার মত করে
আমি যন্ত্রপাতি সব সঠিকভাবে
পুর্নস্থাপন করে নিবো
পুর্নবিন্যাস করে নিবো কামকলার
তৃতীয় অধ্যায়।
এখানে থাকবে শুধু বাস্তবতার অনঢ় সূর্য
যে সূর্য আলোকিত করবে আমাকে
আমার পৃথিবী ও পারিপার্শ্বিকতাকে
আমি অবাঞ্ছিত কোন বস্তকে
আমার জ্যোর্তিবলয়ে ঘুরতে দিতে চাই না
যা শুধুমাত্র ক্ষতির কারণ হয়ে দ্বারায়
পার্থিবতার দেয়ালে
নিযুত আঘাত দিয়ে ক্ষতিগ্রস্থ করা বস্তুকে
আমার সূর্যবলয়ে দেখতে চাই না।
এখনি চলে যা অধর্মের দেবী
নইলে শাপ-শাপান্ত করে
তোকে জনমভর চিতায় পোড়াবো
চন্দন নয় সেগুনই হবে তোর চিতার
চিরদাহ্য পদার্থ।
যে চিতার আগুন চির প্রজ্জ্বলিত থাকবে।
এরপর কখনো ভাববো না
তুই কখনো ছিলি
আমার একান্ত আপনজন
দিন ও রাতের এক বাধ্যগত ধ্যান।
৩। মুষ্ঠি ভিক্ষা
তুমি নিরন্নকে মুষ্ঠি ভিক্ষা দিয়ে
আমাকে যৎসামান্যটি দিলে না
পরান্মুখ করে রেখে গেলে
আমি শান্তি স্বরূপ তোমার বাড়ির
মূলফটকে দিনভর বসে আছি।
লাজ শরমের বালাই আজ উবে গেছে
ধোপ দুরস্ত ভিক্ষুকের মত ছালা বিছিয়ে বসে আছি
চৌদিকে কথার খই ফুটেছে
কথাগুলো কর্পূরের মত উবে যেতে হলে
তোমাকে একবার মুষ্ঠি ভরে আসতে হবে
নয়ত অপবাদের কালো ছাতা
মাথায় নিয়ে ঘুরতে হবে জনমভর।
তুমি না আসা পর্যন্ত আমি
এখানেই আমরণ অনশনে থাকবো
তখন মুষ্ঠি কেন
আস্ত ধানের গোলাতেও কুলোবে না।
ছবিঃ নিজস্ব এ্যালবাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।