মাদকতা
এখানে মাঝরাতে কুকুরের ঘেউ ঘেউ
আর মাতাল রাত্রীর পদধ্বনি
নিঃসঙ্গতা এনে দেয় মদের বোতলে।
মাদকতা ছাড়া কোন সৃষ্টির উৎস কী আছে?
নেশায় বুদ হলেই একাগ্রতা নামে উৎপাদনে
চাষীর মন বসে চাষাবাদে লাগলের ফলায়।
মাতাল রাত্রী থৈ থৈ পূর্নিমায়
নবজাতকের জন্ম হয় তখন
মদের বোতলে শাল দুধ
চুষে খাই পরমপরায়।
কবে কোন জন্ম হয়েছে মাদকতা ছাড়া?
হোক তা নষ্ট পল্লী আলো-আধারি
চিত হয়ে শুয়ে থাকি পরম সুখে
মদে বুদ হয়ে পরমায়ু বেচি চড়া সুদে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।