আমাদের কথা খুঁজে নিন

   

আগ্নেয়গিরি -- মাথাটা একটু খাটাও

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। আগ্নেয়গিরি শব্দটির সাথে আমরা অনেকেই কম-বেশি পরিচিত। এই ব্যাপারটা নিয়ে আমরা কে কতটুকু জানি সেটা একটু যাচাই হয়ে যাক। ১. কোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পম্পেই নগরী ধ্বংস হয়ে গিয়েছিল? ক. মাউন্ট ভিসুভিয়াস খ. মাউন্ট পেলি গ. ক্রাকাতোয়া ঘ. মাউন্ট অলিম্পাস ২. একশ’ বছর পর পর একবার অগ্ন্যুৎপাত হয়ে আবার বহু বছরের জন্য চুপ মেরে যায় যে আগ্নেয়গিরি তাকে কী নামে ডাকা হয়? ক. সক্রিয় আগ্নেয়গিরি খ. নিষ্ক্রিয় আগ্নেয়গিরি গ. মৃত আগ্নেয়গিরি ঘ. ঘুমন্ত আগ্নেয়গিরি ৩. যে আগ্নেয়গিরি থেকে মাঝে মধ্যেই অগ্ন্যুৎপাত হয় তাকে কোন ধরনের আগ্নেয়গিরি বলে? ক. সক্রিয় আগ্নেয়গিরি খ. নিষ্ক্রিয় আগ্নেয়গিরি গ. ঘুমন্ত আগ্নেয়গিরি ঘ. ওপরের কোনোটিই না ৪. সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে বড়টির নাম কী? ক. মাউনা লোয়া খ. ক্রাকাতোয়া গ. মাউন্ট হেলেনস ঘ. তামবোরা ৫. ভারতে অবসি'ত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি নাম কী? ক. ব্যারেন আইল্যান্ড খ. মাউন্ট কিলিমানজারো গ. মাউন্ট নন্দা দেবী ঘ. মাউন্ট কাঞ্চনজঙ্ঘা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।