বাঙলা কবিতা
এখনি যুবতি মন, এখনি তো প্রকৃত যৌবন !
কামনা-কম্পিত ঠোঁট, ক্রীড়াকামী মসৃন জঘন
হৃদয়ে কোকিল-ডাকা এই ঋতু ___ আলুথালু মন
শুনেছো ঘুঘুর ডাক, অলৌকিক, তাই তুমি প্রণয়ের
মহুয়া-মাতাল বৃক্ষ, তুমি আজ পল্লবিত বন ...
তিরতির কেঁপে ওঠে শীর্ষবৃন্ত, কেঁপে ওঠে তোমার নির্জন
ঢেউ উর্ধমুখি হয়, জলে জাগে সংগুপ্ত কাঁপন___
গহন অরণ্য ভেঙ্গে, তুমি চাও, অর্জুন-নিষাদ
কাঁপাক এ বনভূমি, লুটে নিক ঘ্রাণ, বুনো-স্বাদ ;
কল্পনায় উত্তুঙ্গ মুহূর্ত যায়___ কতকাল ঘুম যায় আনকোরা ক্ষেত !
টান টান ধনুকের ছিলা আজ,
তীক্ষ্ণ তীরে বিদ্ধ হোক তোমার সংকেত !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।