আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে বাংলা লেখা বা পড়া এখন আর কোন সমস্যাই না!!!

সত্য কখনো লুকানো যায় না আমরা অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু অনেক ক্ষেত্রেই মোবাইলে বাংলা না থাকায় বাংলা ভাষার ওয়েবসাইটগুলো দেখতে পারি না। এখন আপনাকে আর বাংলা দেখা বা বাংলা লেখা থেকে বঞ্জিত হতে হবে না বলে আশা করছি। এজন্য প্রথমে আপনার মোবাইলে অপেরা মিনি ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে। যাদের মোবাইলে বিল্টইন দেয়া আছে তাদের আর ইন্সটলের প্রয়োজন নেই।

প্রথমে অপেরা মিনি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে। সাধারণত oera 4.4 বেশিরভাগ মোবাইলেই সাপোর্ট করে। এখান থেকে ডাউনলোড করুন। অথবা আপনার মোবাইলের মডেল অনুযায়ী ডাউনলোড করুন। বাংলা লেখা পড়ার ‍উপায়ঃ প্রথমে অপেরা মিনি ওপেন করে অ্যাড্রেসবারে (যেখানে অ্যাড্রেস লেখা হয়) লিখুন opera:config।

এরপর এন্টার (বা go) প্রেস করুন। এখন যে পেইজটি আসবে তার একেবারে নিচের দিকে দেখবেন লেখা আছে ‘Use bitmap fonts for complex script’। এটি No দেয়া থাকে। এখন আপনি এটি Yes করে দিন। উপরের ইমেজটি খেয়াল করুন।

সবশেষে ok বা save করুন। ব্যাস এবার আপনার মোবাইল বাংলা দেখার জন্য প্রস্তুত। বাংলা লেখাঃ অ্যাড্রেস বারে লিখুন http://www.writebangla.com; তারপর ‍‘Allow’ করুন। এবার আপিন যে পেইজ এ যাবেন সেখানে phonetic এর নিয়মে বাংলা লিখুন। যেমন: ইংরেজীতে Bangladesh টাইপ করলে বাংলায় “বাংলাদেশ” লেখা হবে।

এখন শুধু উপভোগ করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.