আমি অতি সাধারন কিন্তু আসাধারন কাজ করতে ভালবাসি আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশাকরি ভালো। আমরা প্রতিদিন কোন না কোন ভাবে গানশুনে থাকি। আর এ জন্য মোবাইল সহ বিভিন্ন মেমোরি কার্ড ব্যবহার করে থাকি। কিন্তু কোন গানের সাইজ এত বেশি হয় যে আমার মেমোরি কার্ড লোড হতে অনেক সময় লেগে যায় আবার কোন কোন সময় সাইজ বেশি হওয়ার কারনে মেমোরি কার্ডে গান নাও সার্পোট করতে পারে । আমার জানব যে কিভাবে এগান গুলোর মান পরিবর্তন করা যায় ।
এমপিথ্রি গানের মান নিয়ন্ত্রণ করে অর্থাৎ মান কম বা বেশী করে ফাইলের সাইজ কম বা বেশী করা যায়। এমপিথ্রি গানের সাইজ নিয়ন্ত্রণে ‘এমপিথ্রি কোয়ালিটি মোডিফায়ার’ সফটওয়্যারটি বেশ কাজের। এই সফটওয়্যার দ্বারা সহজেই গানের বিটরেট, ফিকোয়েন্সি পরিবর্তন করে গানের সাইজ কম বা বেশী করা যাবে। মাত্র ৩০০ কিলোবাইটের বহনযোগ্য, ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি।
সফটওয়্যারটি চালু করে Add Files / Add Folder বাটনে এ ক্লিক করে এমপিথ্রি ফাইলগুলো আনুন।
এবার ফাইলগুলোর বামে চেক করে নিচের বিটরেট, ফিকোয়েন্সি ইত্যাদি পরিবর্তন করে Start Process বাটনে ক্লিক করলে (Destination এ) ডেক্সটপে Output ফোল্ডারে সেভ হবে।
ডাউনলোড
http://adf.ly/3scEj ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।