3xp1r3 Cyber Army যখন ভারতবিরোধী যুদ্ধে নেমেছিলো , তখন তাদের সম্পর্কে আমার মনে সুন্দর এবং ভালো ধারনা ছিলো । কিন্তু সম্প্রতি তাদের কাজ দেখে মনে হচ্ছে , এরা কোন বাংলাদেশী সংগঠন না । সম্প্রতি 3xp1r3 Cyber Army পাকিস্তানের বিরুদ্ধে সাইবার যুদ্ধে না যাওয়ার ঘোষনা দিয়েছে , তাদের দাবী যুদ্ধের ফলে বাংলাদেশী সাইটের যে ক্ষতি হবে তার দায়ীত্ব তারা নিতে পারবে না , এখন প্রশ্ন হলো ইন্ডিয়ার সাথে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্থ বাংলাদেশী সাইটগুলির দায়ীত্ব কি তারা নিয়েছিলো ? এবার আসি , কারা আছে এই গ্রুপে , তাদের গ্রুপের হোম পেজে গেলেই এ সম্পর্কে বিস্তারিত ধারনা পাওয়া যাবে । নিচে কিছু উদাহরন দেয়া হলো আমার ধারনা উপরের বক্তা কোন বিহারী ,যে কিনা পাকিস্থানী ভাই হিসেবে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে কি চমৎকারভাবে পাকিদের কীর্তি গাথা দেখানো হয়!! এটা কি হ্যাকিং নিয়ে কিছু , সোনা ব্লগের ছাগু ল্যাদানী দেখি হ্যাকিং গ্রুপেও থাকে বাহ কি চমৎকার, পাকিস্তানী সংগীত কত সুন্দরভাবে শোভা পায় এরকম উদাহরন চাইলে ,আরও অনেক দেখানো যায় , এমনকি ঐ গ্রুপে পাকিদের আধিক্যও লক্ষ্য করার মত , ঐ গ্রুপে যতটা না হ্যাকিং নিয়ে কথাবার্তা হয় তার থেকে বেশী হয় , অন্য বিষয়ে। এখন প্রশ্ন আসতে পারে , এরা কেনো ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলো , এরা কেনো ভারতবিরোধী ? সীমান্ত হত্যা ? বৈষম্যমূলক আচরন ? উত্তরঃনা ভারতের বিরুদ্ধে যুদ্ধের মূল কারন ছিলো , ভারত একই সাথে পাকিস্তানের শত্রু । বাংলাদেশের স্বার্থ ওরা বিবেচনা করে বলে মনে হয়না । এই গ্রুপের এমনও অভিযোগ আছে , এরা নাকি বাংলাদেশী অন্যান্য সাইবার যোদ্ধাদের তথ্য পাকিস্তানীদের কাছে পাচার করে , এমনকি আমাদের দেশের অনেক সাইটও এদের দ্বারাই হ্যাকড হয়েছে । অনেক কথা বললাম , আমার ধারনা এই গ্রুপটা জামাত শিবির চালিত একটা সাইবার গ্রুপ মাত্র , সাধারন মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে অনেকখানি সমর্থন তারা আদায় করেছে । গ্রুপটার মূল উদ্দেশ্য আমদের সাইবার জগৎ রক্ষা করা নয় , পাকিস্তানীদের সাথে হাত মিলিয়ে ধ্বংস করা । আমি আমার মতামত দিলাম , আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।