আমাদের কথা খুঁজে নিন

   

3xp1r3 Cyber Army ( নব্য ছাগু) দের চিনে রাখুন ।

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি এই ল্যামার হ্যাকার গ্রুপ , মিয়ানমার এর সাথে ওয়ার এ যায় নাই , এখন পাকিদের বিরুদ্ধেও যাচ্ছে না । এটা কি দেশ প্রেম থেকে নাকি পাকি প্রেম থেকে । আসুন উন্মুক্ত আলোচনা করি । এই বিশেষ হ্যাকার গ্রুপ বলছে , তারা হ্যাকিং যুদ্ধে যাবে না , কারন নাকি এই ওয়ার শুধু মাত্র যুদ্ধপরাধি দের বিচার চাওয়ার জন্য হচ্ছে । রাজনৌতিক কারণ তাই যাবে না ।

আসুন বিশ্লেষন এর চেষ্টা করি মূল কারণ গুলা কি?? প্রথমত , বিসি এ এর ওয়্যার এর মূল কয়েকটা দাবী এর মধ্যে একটা যুদ্ধাপরাধি । যা সমগ্র বাংলাদেশ এর প্রানের দাবী ( শুধু মাত্র ছাগু ছাড়া ) দ্বিতীয়ত , যতদুর জেনেছি , পাকি রাও আমাদের সাইট হ্যাক করেচে , এবং সম্ভবত সবার আগেই । সেই ক্ষেত্রে পাকি প্রেম দেখাইয়া , পাকি বির্যের প্রতি সম্মান না দেখিয়ে এক্সপায়ারদের উচিত ছিলো দেশ প্রেমের জন্য এগিয়ে আসা । তৃতীয়ত , দেখা যাচ্ছে পাকি হ্যাকার রা বাংলাদেশ এর সাইট হ্যাক করার পর যে ডিফেস দিয়েছে , সেটাতে বি সি এর বেশ কিছু উপরের সাড়ির মেম্বার এর ছবি আর ডিটেলস আছে । একজন পাকি হ্যাকার এর পক্ষে এত কিছু জানা কখনৈ সম্ভব না , যদি না কোন জারজ বাংলাদেশ থেকে ইনফরমেশন তাদের দেয়।

সেই ডিফেস দেখে স্পস্টই বুঝা যাচ্ছে পুরা ব্যাপার টা সুপরিকল্পিত , আর বি সি এ কে ফাসানোই তাদের মূল লক্ষ্য । শাহী মির্জা গ্রেফতার হয়েছিলেন , এ খবর বাংলাদেশীরাই ভালো জানেন , পাকিরা কিভাবে জানলো ?? তার মানে কি হ্যাকার গ্রুপ যারা পিছ টান দিচ্ছে নানা কারণ দেখিয়ে তারাই সেই তথ্য পাচার কারী জারজ?? আর এক্সপায়ার এর Click This Link এই পোস্ট দেখেও মনে হচ্ছে , তাদের লিখাটা যতটুকু না পাকিদের বিররুদ্ধে না যাওয়ার কারণ তার চেয়ে বেশি বি সি এ কে আকর্মণ করা । আর সব চোর কিছু সাক্ষী রেখে যায় , সে রকম পাকি রা বাংলাদেশ এর যে গভ সাইট হ্যাক করেছে , তার ডিফেস দেখে বুঝা যায় সেখানে বি সি এর এক মেম্বার কে মিডিয়া উইং হিসেবে বলা হয়েছে । কিন্তু যতদুর জানি মিডীয়া উইং বর্তমানে বি সি এর নাই । কিন্তু 3xp1r3 Cyber Army এর আছে ।

এর মানে কি এটা ধরে নিতে পারি না , ডিফেস পাকি হ্যাকার করলেও , সেই ডিফেস পেইজ টা বাংলাদেশ থেকে সরবরাহ করা হয়েছে এবং এক্সপায়ার এর সৃষ্টি । সব কিছু বিচার করে যেটা বুঝতে পেরেছি , সেটা হলো , রাজনৌতিক বা অন্য কোন কারণ না , এক্সপায়ার রা পাকি প্রেম থেকেই এই ওয়ার থেকে সরে আছে । আর বি সি এ কে ফাসাতে চাচ্ছে যাতে , এক্সপায়ার নীল নকশা নিজেদের মত করে চালিয়ে যেতে পারেন । আর এত সৎ মানুষ হইলে এক্সপায়ার হ্যাকিং করতো না , হ্যাকিং করলে যাই হোক ক্ষতির ভাগ টাই বেশি । সো সাধু হওয়ার ট্রাই করছে তা দৃষ্টি কটূ আর আপাত দৃষ্টিতে অর্থহিন ।

নিজেরা যে কি সেটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে,আর তারা পাকি হ্যাকার দের নিজেদের আপন ভাই মনে করে বলেই এখনো পিছিয়ে আছে । আর Click This Link এক্সপায়ার গ্রুপ এর সব পোস্ট দেখলেই বুঝা যায় , ওরা মুলত আক্রমন করতে চাচ্ছে বি সি এ কে । ওদের লাস্ট পোস্ট ছিলো , ওদের নিজস্ব সাইট নাকি ডিডোস আক্রম করছে বি সি এর মেম্বার রা । অথচ এটা ভাবা উচিত ছিলো পাকি রা করছে । কিন্তু তারা এত নিশ্চিত হলো কিভাবে এটা বি সি এ এর কাজ ?? কারণ তারা চাচ্ছে যাতে বি সি এ ফাসুক ।

এই জন্যই এত পায়তারা । আর যেখানে বি সি এ এখন পাকি সাইট হ্যাক করা নিয়ে কাজ করছে রাত দিন , সেখানে কিভাবে বি সি এ, এক্সপায়ার এর মত পাতি সাইট এ ডিডোস এয়াটাক করতে পারে , একবার ভাবুন তো কথাটা কত টুকু বিশ্বাস যোগ্য ?? ( এক্সপায়ার কে কিছু জিজ্ঞাসা, ইন্ডিয়া সাইবার ওয়ার এও বাংলাদেশ এর হিউজ সাইট ক্ষতি হইসে , তখন দেশ প্রেম কইসিলো ?? ইন্ডিয়ার সাথে বাংলাদেশ এর বর্তমান সরকার একটু পা চাটা ভাব আছে , পাকি দের সাথে নেই , তাহলে ইন্ডিয়া এর সাথে যুদ্ধ করতে ভয় পেলেন না । আর এখন পাকিস্তান যাদের সাথে বাংলাদেশ সরকার এর কোন সম্পর্কই নাই , তাদের সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছেন?? নাকি পাকি বির্যে জন্ম গ্রহণ করেছেন , বলে বাবাদের সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছেন ?? )) এত দেশ প্রেম থাকলে আপনাদের , আপনারা পাকিস্তান এর বিরুদ্ধে এক হয়ে নেমে কাজ করেন । আর পারলে যে দেশে জন্ম নিয়েছেন সে দেশের একটু ঋণ শোধ করেন । আমরা সাধারণ রা ইন্ডিয়া ওয়ার এ যেভাবে বাহবা দিয়েছি এবারো তেমনি সমর্থন আর বাহবা দিবো ।

আর না পারলে চুপচাপ বসে থাকেন । দালালি কইরেন না । কিছু দেশপ্রেমিক তরুনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না । (বিদ্রঃ পরীক্ষার চাপে আছি । তাই গুছিয়ে লিখতে পারলাম না ।

বা পর্যাপ্ত তথ্য দিতে পারলাম না । দ্রুত শেষ করার কারণে ভুল ত্রুটি মার্জনীয় ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।