আমাদের কথা খুঁজে নিন

   

রামগঞ্জে ড্রাইভার জাভেদ হত্যার রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মাইক্রোচালক জাভেদ হত্যার রায়ে সোমবার অভিযুক্ত ৫ জনেরই মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। লক্ষ্মীপুর দায়রা জজ এস এম সোলায়মান দীর্ঘ শুনানি, ১৮জন সাক্ষীর সাক্ষ্য ও আসামী আনোয়ার হোসেন প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে এ রায় প্রদান করেন। দণ্ডিতরা হচ্ছেন আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন প্রকাশ সুমন, তৈয়ব আলম, আহমদ শরীফ প্রকাশ রিপন, শাহীন প্রকাশ গুড্ডু। এদের সকলের বাড়ি জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে। আদালত সূত্র জানায়, ২০০০ সালের ২৭ মে অভিযুক্ত আসামীরা পরস্পর যোগসাজশে ঢাকার মুক্তাঙ্গন জিপিও স্ট্যান্ড থেকে চালক জাভেদ হোসেনের মাইক্রোবাস (নং-ঢাকামেট্রো-খ- ১১- ১৪৫৩) ভাড়া করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে আসামীরা সকলে চালক জাভেদকে হত্যা করে তার লাশ পার্শ্ববর্তী ওয়াপদা বেড়ি বাঁধ সংলগ্ন খালের মধ্যে ফেলে দেয় এবং মাইক্রোটি নিয়ে পালিয়ে যাবার সময় নোয়াখালীর চাটখিল থানা পুলিশের হাতে ধৃত হয়। পরে এব্যাপারে রামগঞ্জ থানায় মামলা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি জসিম উদ্দিন ও সাবেক পিপি কামাল উদ্দিন। অন্যদিকে আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট বদর-উল-আলম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.