আমরা সকলে জানি স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। আর চিরন্তন সত্য এই যে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন ২৭শে মার্চ যুদ্ধ শুরু হবার পরে স্বাধীনাতার ঘোষক কেউ হতে পারে না, শুধু পারে মাত্র পাঠক এবং এটি চিরন্তর সত্য কথা ।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার পূর্বে ১২টার পর (অর্থাৎ, ২৬শে মার্চের প্রথম প্রহরে) তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এবং ঘোষণাটি চট্টগ্রামে অবস্থিত তত্কালীন ই.পি.আর এর ট্রান্সমিটারে করে প্রচার করার জন্য পাঠানো হয়। ২৬ তারিখে শেখ মুজিবরের ভাষনটি রিকশা যোগে মাইকিং করা হয়।
ঘোষণাটি নিম্নরুপ: [অনুবাদ:] এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন।
আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।
পরবর্তী সময়ে হান্নানসহ কয়েকজন এই ঘোষনাপত্রটি পাঠ করে মাত্র। তার মধ্যে জিয়া অন্যতম। এই ঘোষনার আগে জিয়াকে কেউই চিনতো না।
যাই হোক আসি বর্তমান বি.এন.পি মিথ্যা ও বিকৃত মানসিকতার, মিথ্যা ইতিহাস প্রসঙ্গ নিয়ে -
১)একটু খেয়াল করে জিয়ার ঘোষনা পত্রটি শুনলেই বুঝতে পারবেন বি.এন.পি অতন্ত্য সুকৌশলে তাঁর ঘোষনাটির অডিও টেপ এডিট করে কিছু অংশ বাদ দিয়েছেন । সেখানে ছিল “on behalf of the great national leader BONGOBONDHU SHEIKH MUJIBUR RAHMAN” । মনোযোগদিয়ে শুনলে যে কেউ বুঝতে পারবে এই এডিটকৃত ভাষনটি। যেখানে কিছু অংশে কোন শব্দ নাই।
[অরিজিনিয়াল অডিওটি শুনতে ভিজিট করুন http://www.youtube.com/watch?v=h_n9AvFWGeA অথবা Click This Link
২) ১৯৯৬ সালের আগে ও বি.এন.পি ২৭শে মার্চ জিয়ার ঘোষনাটি স্বীকার করে নেয়।
কিন্তু এর পরবর্তি সময়ে অত্যন্ত সুকৌশলে তারিখটি পরির্তন করে ২৬শে মার্চ বলে বেড়াচ্ছে । এমন কী বি.এন.পি চেয়ারপারসেন বেগম খালেদা জিয়া ও এই একই কথা বলছে আর আমরা দেশবাসি তা হজম করছি ।
৩) জিয়াউর রহমান জিবীতকালিন সময়ে তিনি কখনোই বলেনই যে তিনিই প্রথম স্বাধীনতার ঘোষক এবং তাঁর অবিকৃত ভাষনটি তখন বিভিন্ন গনমাধ্যমে প্রচার হতো।
আর এখন বি.এন.পি সব ইতিহাস পাল্টে নতুন করে ইতিহাস রচনা করছে, যেখানে অনেক ফাঁক-ফোকর রয়ে গেছে !!! হায়রে আমাদের অভাগা রাজনীতি !!!
আরো জানতে ভিজিট করুন :Click This Link target='_blank' > Click This Link
বি:দ্র: এই পোস্টটি এডিট করে পুণ:প্রকাশ করা হলো নতুন প্রজন্মকে জানাবার জন্য । আগের পোস্টটি হলো : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।