আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাক্ষমবাড়ীয়া.....।যারা গ্রামের দিকে বসবাস করেন অথবা গ্রাম অন্চলের দিকে যাতায়াত করেন...........।

একাকী জীবন ব্রাম্মনবাড়ীয়া সরকারি পশু অফিস এ গেছিলাম গতকাল। তারপর গেলাম মেড্ডা যুব উন্নয়ন অফিসে। কিনতু কাজের কাজ কিছুই হ্য় নাই। আমি গিয়েছিলাম কোথায় হাসের বাচ্চা বিক্রি করে (হ্যাচারী) এ সন্ক্রান্ত কিছু তথ্যের জন্য। কিন্তু কেউ কোন তথ্য দিয়ে উপকার করতে পারে নাই।

একজন শুধু বললেন যে শহরের আশে পাশে এসব খামার নাই...........তাদের খামারে যেতে হলে আোনেক দুরের গ্রামঅন্চলে যেতে হবে...আমাদের কাছে তাদের কোন ঠিকানা নাই। আপনাকে কষ্ট করে খুজে বের করতে হবে। !!! বাংলাভিশন টিভি চ্যানেলে দেখেছিলাম যে কিভাবে বিদ্যুত এর বদলে হারিকেন এর তাপে হাসের বাচ্চা ফুটায়। ব্রাক্ষমবারিয়া এক লোক এইভাবে ইলেকট্রিক হ্যাচারির পরিবর্তে হারিকেন এর তাপে হাসের বাচ্চা ফুটায়.। আমি সেই লোক ও আরো কিছু লোক যারা হাসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্র করে তাদের সাথে যোগাযোগ এর করতে চাই।

কেউ কি কোনভাবে হেল্প করতে পারেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.