আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্মার্টফোন!

এবার নতুন চমকের দিকে এগোচ্ছে ফেসবুক। সঙ্গী তাদের এইচটিসি। আর শক্তি যোগাবে গুগল। সব মিলিয়ে ত্রিমাত্রিক শক্তিতে আর্বিভূত হচ্ছে ফেসবুকের নিজস্ব স্মার্টফোন। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে ফেসবুক তাদের নিজস্ব ঘরানার স্মার্টফোন তৈরিতে এইচটিসির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত করেছে। আর এ সামাজিক স্মার্টফোন চলবে গুগলের অ্যানড্রইড অপারেটিং সিস্টেমে। এ প্রকল্পে নাম দেওয়া হয়েছে ‘বাফি’। এ সামাজিক উদ্যোগের স্মার্টফোন প্রকল্পের পুরো অর্থায়নই করবে ফেসবুক। কারিগরি সহায়তা দেবে এইচটিসি।

আর অপারেটিং সিস্টেম সরবরাহ করবে গুগল (অ্যানড্রইড)। এ প্রকল্পের গুরুদায়িত্বে আছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক ডো জোনস। এ মুহূর্তে ৮০ কোটি ফেসবুক ভোক্তার জন্য একটি সমন্বিত সামাজিক যোগাযোগবান্ধব স্মার্টফোন তৈরিই হবে এ প্রকল্পে মূল উদ্দেশ্য। এইচটিসি সূত্র এ প্রকল্পের কথা স্বীকার করেছে। এরই মধ্যে ফেসবুক এবং এইচটিসি একটি যৌথ দল এ প্রকল্পে কাজও শুরু করেছে।

আগামী ১৮ মাসের মধ্যে অর্থাৎ ২০১৩ সালের এপ্রিল নাগাদ ফেসবুকের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আসবে। ফেসবুকের ‘বাফি’ স্মার্টফোনে থাকবে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের উপস্থিতি। তবে ফেসবুকের প্রাধান্য থাকবে সবচেয়ে বেশি। এটি হবে একটি সমন্বিত সামাজিক শিল্পের স্মার্টফোন। এ প্রকল্পে সঙ্গে যুক্ত থাকবে পুরো মোবাইল শিল্প, অপারেটর, মোবাইল ফোনের হার্ডওয়্যার নির্মাতা, ওএস সেবাদাতা, অ্যাপলিকেশন ডেভেলপার এবং সামাজিক সেবাদাতা প্রতিষ্ঠান।

বিশ্বব্যাপী ৮০ কোটি গ্রাহকের ফেসবুক আগামী ১৮ মাসে ১০০ কোটি ছাড়িয়ে যাবে। এ বিপুল গ্রাহকের জন্য একটি সামাজিক ঘরানার স্মার্টফোন তৈরি করতে পারলে তা ব্যবসায়ীকভাবে সফল হবে। আর এতে ফেসবুকের পাবলিক প্রতিষ্ঠানেও শর্তও পূরণ হবে। এমনটাই বলছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। এ প্রকল্প সম্পর্কে ফেসবুক মুখপাত্র জানান, একটি সহজবোধ্য এবং বহনযোগ্য সামাজিক স্মার্টফোন তৈরি করতে চায় ফেসবুক।

এ জন্যই অভিজ্ঞদের সঙ্গে নিয়ে স্মার্টফোন তৈরিতে মাঠে নামছে ফেসবুক লিংক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.