আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম নাফাকুম-পর্ব ২ ( থানচিতে বারবিকিউ)

আমাদের প্লান ছিল তিন্দুতে করার কিন্তু আবহায়াওর বৈরি আচরনের কারনে আমরা তিন্দুতে যেতে পারলাম না । সিদ্ধান্ত হল রাতে থানচিতেই বারবিকিউ পার্টি হবে । আনোয়ার ভাই ঢাকা থেকেই বারবিকিউ করার মসলা নিয়ে গিয়েছিল , মুরগী, কাঠ, লোহার গুনা ইত্যাদি মিজান(গাইড) সংগ্রহ করল । সামনেই আমাবশ্যা চারদিকে ঘুট ঘুটে অন্ধকার ,রেষ্টহাউসের সোলার বাতি কোনরকমে জ্বলছে , সামনেই বেশ খোলা জায়গা ছিল ,আমরা সেখানেই শুরু করলাম । ১ ২ ৩ আমাদের টু্র ম্যানেজার আনোয়ার ভাই, টু্র ক্যাপটেইনও বলতে পারেন ।যার উৎসাহে মাঝে মাঝেই আমরা ছোট খাট কিছু দু:সাহসিক ভ্রমনের আয়োজন করি । ৪ ৫ আনোয়ার ভাই (ক্লেইমস), দিপংকর দা(আই টি), মিহির (আই টি) এবং রানা ভাই ৬ ৭ ৮ ৯ ১০ বারবিকিউ কার্যকরি পরিষদ: আনোয়ার ভাই (ক্লেইমস,পাচক ), দিপংকর দা(আই টি), মিহির (আই টি,পাচক),আনোয়ার ভাই (আ্যকাউন্টস, জ্বালানি সরবরাহকারী), রানা ভাই (সাহায্যকারী),মইনুল ভাই (আই টি,স্থির চিত্র গ্রাহক ),ফরহাদ ভাই (সাহায্যকারী) , মিজান (গাইড) ১১ ১২ ১৩ ১৪ ১৫ মইনুল ভাই (আই টি,স্থির চিত্র গ্রাহক ) এবং আমি ১৬ ১৭ ১৮ শেষ পর্ব হচ্ছে খাওয়া, বারবিকিউ খেতে যা মজা হয়েছে তার চেয়ে বেশী মজা লেগেছে বারবিকিউ তেরী করতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.