আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড মোবাইলের ভার্শন গুলোর নামের ছবি গুলো দেখে নিন (একটি খাদক পোস্ট )

সিম্পল প্লান, সিম্পল লাইফ। আমি প্রথম যে মোবাইল টি দেখেছিলাম সেটা ছিলো ফিলিপস ব্র্যান্ড এর একটি সেট। মডেল কি ছিলো টা মনে নেই। এরিকসন এর টি ১০ মোবাইলে খেলেছিলাম প্রথম গেম । এরপর আসলো জাভা সেট।

এর পর সিম্বিয়ান। আর এখন তো এন্ড্রয়েড আর আই ফোন এর যুগ। এপ্লিকেশন ব্যাবহারের দিক দিয়ে দুইধরনের ফোনেই প্রায় এক ই রকম সুবিধা রয়েছে। আমি নিজে একটি এন্দ্রয়েড ফ্রয়ো ব্যাবহার করি । এন্ড্রয়েড এর ভার্শন গুলর নাম বেশ আকর্ষণীয়।

প্রতিটির নাম ই এক এক টি ডেসার্ট এর নামে। তো আসুন দেখে নেই সেই ডেসার্ট গুলোর ছবি। প্রথমেই ডোনাট (ভার্শন ১.৬) একলেয়ার (ভার্শন ২.১) ফ্রয়ো (ভার্শন ২.২) জিঞ্জারব্রেড (ভার্শন ২.৩) হানি কম্ব (ভার্শন ৩.০) আইসক্রিম স্যান্ডউইচ (ভার্শন ৪.০) দেখেন কোনটা খেতে মন চায়? আমি তো সব গুলোই খেতে চাই। কিন্তু এগুল কি বাংলাদেশে পাওয়া যায়? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.