আমাদের কথা খুঁজে নিন

   

ফিনল্যান্ডে পটল চাষ

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . রাস্তার চারপাশে বরফ ও একা আপনি! কেউ যে কোথাও নাই তেমনটা না। আছে মানুষ, তবে কেউ নেই। রাস্তায়, অলি-গলিতে আপনি কাউকে দেখলে নিশ্চই বুঝবেন সে আছে কাজের গতিতে। যাচ্ছে বা ফিরছে ঘরে। মার্কেট, শপ হলে সে ও ঐ কাজের জন্যই।

তাহলে এর মাঝে কিভাবে পটল! পটল বা অন্য কিছু চাষের জন্য ফিনল্যান্ড যে কতোট উপযুক্ত সেটা বলার আগে যা বলা দরকার সেটা হলো- এখানে এসব চাষ করার স্থান, সময়, উপযোগীতা সব কিছুই অনুপস্থিত ধরনের। তবে ইনকিউবেটর ও গ্রীনহাউজের মতো চাষ করার জন্য নানা ধরনের অপশন আছে হয়তো। বরফ রাজে্য আর উপায় ই বা কী! যা হোক.... আমি কিছুদিন আগে আসছিলাম কিছু চাষ করার চিন্তা ভাবনা নিয়া। এখন দেখি চারদিকে বরফ। এক প্রকার হতাশ আমি! দেখি নতুন কোনো উপায় বের করা যায় কিনা।

সান্তা ক্লজের গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার চিন্তা করতাছি। দেখি যাবো সামনে কয়েক দিন পরে। সান্তা নিজে ওয়ার্ল্ড টু্রে বের হওয়ার আগে। ঠানডা প্রচন্ড। মাইনাস এখন ২, কালকে এ সময় ছিল -১০।

সবাইরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.