আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুর ফ্লাই ওভার - হলমার্ক - বড় অঙ্কের হিসাব

মাটি আমার মত গরিব মানুষের সরকারী বড় বড় অঙ্কের টাকার হিসাব সব একই মনে হতো - মানে ৩০০ কোটি টাকা , দের হাজার কোটি টাকা , ৪৫০ মিলিয়ন টাকা , ৭০০ কোটি ডলার এইগুলা সব এ সমান মনে হইতো, মানে মনে করতাম ওই আর কি বিরাট অঙ্কের টাকা, আমার ধারণার বাইরে। কিন্তু হলমার্কের কেলেঙ্কারির পরে আমি এখন হিসাব করা শিখে গেছি বড় অঙ্কের টাকার। যেমন মিরপুর টু এয়ারপোর্ট ফ্লাই ওভারের খরচ ১৯৯ কোটি ৮৮ লাখ টাকা। তো আমি বুঝে গেছি ওই পরিমান টাকা হলমার্কের টাকার ২০ ভাগের এক ভাগ বা হলমার্কের টাকা দিয়ে এরকম ২০ টা ফ্লাই ওভার বানানো যাবে । এখন আর সমস্ত বড় অঙ্কই মাথার উপর দিয়া যায় না। ধন্যবাদ তানভির সাহেব আমাকে বড় বড় অঙ্কের হিসাব বুঝানোর জন্য শেয়ার মার্কেটে ৯৬ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়েছে সাধারণ মানুষের কাছে থেকে - আপনেরা এখন হিসাব করেন ওই টাকা দিয়ে কি কি করা যাইত বি দ্র : এই পোস্টের সাথে যুদ্ধ অপরাধীদের বাচানোর কোনো বিন্দুমাত্র সম্পর্ক ও নাই - আমি গরিব এবং ছোট মানুষ আমাকে গালাগালি করবেন না প্লিজ  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.