আমার লেখা পড়ে.................. নিরবতা, কুয়াশা চলে যাবে অনির্জনতার কাছে তুমি তার আগেই তুলে নিও ভোরের বকুল প্রতি ভোরে জীবণের ঘরে যোগ হয় একটি বাণী তা পবিত্র ও পুতিগন্ধময় । ঘুম কেটে যাওয়ার আগেই কেউ চলে যাবে দূরে, কেউবা আসবে কাছে। পৃথিবী ক্লান্তিকর ও আনন্দময় উৎসব- যদিও ক্লান্তি ক্রমাগত গ্রাস করে আনন্দ তবুও বকুল ক্রমাগত গন্ধ ছড়ায়, ক্লান্তি আসলে পরাজিত, আমরা তা বুঝি না । মানুষের মূক ও বধিরতা পুষিয়ে দেয় গন্ধ বকুল- তুমি তা তুলে নিও- মাঝে মাঝে অচেনা মমতা দরজায় দাড়ায় বকুল গন্ধ নিয়ে- আমরা তা প্রায়শই বুঝি না, তবুও মমতা আসে। আত্নহত্যার পরিণয়ে বকুল সঙ্গী হোক । তুমি ভূল করেও ভুলে যেও না।নির্জনতা দূরে যাওয়ার আগেই তুমি তুলে নিও নিশি জাগা বকুল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।